অনাস্থা ভোট চলাকালীন মদ খাওয়ার অভিযোগে উত্তর ২৪ পরগণা জেলা যুব মোর্চার সম্পাদককে গ্রেফতার করল পুলিশ

সুশান্ত ঘোষ, উত্তর ২৪ পরগনা, ৩১ আগস্ট: অনাস্থা ভোট চলাকালীন মদ খাওয়ার অভিযোগে বিজেপির জেলা যুব মোর্চার সম্পাদককে গ্রেফতার করল পুলিশ। ঘটনার পরই শুরু এলাকায় উত্তেজনা। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার গোপালনগর থানার চৌবেড়িয়া ২ নম্বর গ্রামপঞ্চায়েত এলাকায়। বিজেপির অভিযোগ, পুলিশ গায়ের জোরে তৃণমূলের মদতে বিজেপির পার্টি অফিস থেকে বনগাঁ জেলা সাংগঠনিক যুব মোর্চার সম্পাদক সুবিনয় ঘোষকে গ্রেফতার করেছে। যদিও পুলিশের অভিযোগ, বিজেপি নেতা পার্টি অফিসের পাশে দলবল নিয়ে মদ খাচ্ছিল। মদের বোতল সহ তাকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, এদিন বিজেপি পরিচালিত বনগাঁ চৌবেড়িয়া ২নম্বর গ্রাম পঞ্চায়েতে অনাস্থার পক্ষে ভোটাভুটি কাজ চলছিল। যদিও শেষ পর্যন্ত হাইকোর্টের নির্দেশে তা স্থগিত হয়ে যা। এলাকায় এমনিতেই উত্তেজনা ছিল। পুলিশের অভিযোগ, সেই সময় বিজেপির পার্টি অফিসের পাশে সুবিনয় ঘোষ ও তাঁর দলবল নিয়ে মদ খাচ্ছিল। পুলিশ তা দেখে মদ সহ সুবিনয়কে গ্রেফতার করে। গ্রেফতার করার সময় পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকে ও পুলিশের কাজে বাধা দেওয়ার চেষ্টা করে বিজেপি নেতা কর্মী সহ জেলা সাংগঠনিক সভাপতি।

বিজেপির বনগাঁ জেলা সাংগঠনিক সভাপতি মনস্পতি দেব বলেন, পুলিশ নিজের ক্ষমতা দেখিয়ে তৃণমূলের মদতে ভারতীয় জনতা পার্টির বনগাঁ জেলা সাংগঠনিক যুব মোর্চার সম্পাদক সুবিনয় ঘোষকে গ্রেফতার করেছে। তবে সে মদ খায়নি। তৃণমূলের দালালি করছে গোপালনগর থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *