আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ৬ জানুয়ারি: কালিয়াগঞ্জের হরিহরপুরে মহিলা হোটেল কর্মীকে গণধর্ষনের ঘটনায় পলাতক অভিযূক্ত সুজন বর্মন’কে গ্রেপ্তার করল কালিয়াগঞ্জ থানার পুলিশ। ঘটনার পর দিনই দুই অভিযুক্ত নকুল মহন্ত ও শিবু বর্মনকে গ্রেপ্তার করেছিল পুলিশ। তদন্ত ও জিজ্ঞাসাবাদের জন্য আদালতের কাছ থেকে চারদিনের পুলিশি হেফাজত নিয়েছিল ওই দুই দুস্কৃতীকে। তাদের জিজ্ঞাসাবাদ করে তল্লাশি অভিযান চালিয়ে এই ঘটনায় অপর দুস্কৃতী সুজন বর্মনকে গতকাল গভীর রাতে কালিয়াগঞ্জ থেকেই গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশ সুপার সুমিত কুমার জানিয়েছেন, কালিয়াগঞ্জের হরিহরপুরের ঘটনায় যে তিনজন দুষ্কৃতী অপরাধের সাথে যুক্ত ছিল তাদের সকলকেই পুলিশ ধরতে পেরেছে। আজ ধৃত সুজন বর্মনকে রায়গঞ্জ আদালতে তোলা হবে।