আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ২৯ জুন: জমিদারের লেঠেল বাহিনীর মতো পুলিশ লেঠেল বাহিনীর কাজ করছে। বিজেপি নেতাদের আটকানোই এখন পুলিশের কাজ। পুলিশের সেবা করার কোনও মানসিকতা নেই। এখন তৃণমূলের নেতাদের জনরোষ থেকে আটকাতে পাহারা দিচ্ছে। পিসি ভাইপোর লেঠেল বাহিনীর কাজ করছে পুলিশ। সাংসদ ও যুব মোর্চার রাজ্য সভাপতি সৌমিত্র খাঁন তমলুক জেলা হাসপাতালে চিকিৎসাধীন গুলিবিদ্ধ বিজেপির কাঁথি সাংগঠনিক জেলা সম্পাদক পবিত্র দাসকে দেখতে এসে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এই কথাগুলি বলেন।
আজ সৌমিত্র খাঁ’য়ের পবিত্র দাসের বাড়ি যাওয়ার কথা ছিল খেজুরিতে। সেই কর্মসূচি মতো তিনি পূর্ব মেদিনীপুরে আসেন। প্রথমেই মেছেদায় তাকে দলীয় কর্মীরা ফুল দিয়ে সংবর্ধনা জানান। পরে সেখান থেকে খেজুরি যাওয়ার পথে বাজকুলে পুলিশ তাকে আটকায়। পুলিশ বাজকুল থেকে তাকে খেজুরির দিকে কোনও ভাবেই যেতে দেয়নি। বাজকুলে বাধা পাওয়ার পরে সেখান থেকে তিনি ফিরে আসেন তমলুকে। তমলুকে এসে জেলা হাসপাতালে চিকিৎসাধীন পবিত্র দাসের সঙ্গে তিনি দেখা করেন। তাকে সাহস যোগান এবং সান্ত্বনা দেন।