নীল বনিক, আমাদের ভারত, কলকাতা, ৭ আগস্ট: : অর্জুন সিংয়ের সঙ্গে ক্রিমিনালের মতো ব্যবহার করছে পুলিশ। একজন জনপ্রতিনিধির সঙ্গে এমন ব্যবহার করতে পারে না পুলিশ। শুধুমাত্র রাজ্য সরকারের কথা রাখতে গিয়ে দলের সাংসদের সঙ্গে প্রতিনিয়ত খারাপ ব্যবহার করছে পুলিশ। শুক্রবার ইকোপার্কে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনারকে এই ভাষাতেই কটাক্ষ করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।
প্রসঙ্গত, বৃহসাপতিবার ফের অর্জুন সিংয়ের বাড়িতে যায় পুলিশ। তল্লাশির জন্য তাঁর বাড়িতে হানা দেয় পুলিশ। সেই প্রসঙ্গে এদিন রাজারাহাটের ইকোপার্কে বিজেপির রাজ্য সভাপতি বলেন অর্জুন সিংকে প্রতিদিন হেনস্থা করছে পুলিশ। বিজেপিতে আসার পর তৃণমূল প্রতিদিন ব্যারাকপুরের সাংসদের বাড়িতে পুলিশ পাঠায়। তবে তারজন্য অর্জুন সিং থেমে থাকেনি। অর্জুন সিং তৃণমূলের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে। পুলিশ দিয়ে বিজেপিকে আটকানো যাবে না। পুলিশ শুধু অর্জুন সিং নয়, সব বিজেপি নেতাকে হেনস্থা করছে বলে অভিযোগ করেন দিলীপ ঘোষ।

