আমাদের ভারত, হাওড়া, ২০ আগস্ট: করোনা সংক্রমণ রুখতে বৃহস্পতিবার থেকে শুরু ৪৮ ঘন্টার লকডাউন। আর দুই দিনের এই লকডাউনকে কার্যকর করতে এদিন সকাল থেকেই কড়া হাতে ময়দানে নামল পুলিশ। রাজ্যের বিভিন্ন জায়গার পাশাপাশি এদিন উলুবেড়িয়া শহরের বিভিন্ন জায়গায় কড়া নজরদারি চালাল পুলিশ। যদিও আর পাঁচটা লকডাউনের মত এদিন সকাল থেকেই রাস্তায় নামে পুলিশ। উলুবেড়িয়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক কৌশিক কুন্ডুর নেতৃত্বে পুলিশ রাস্তায় টহল দেওয়ার পাশাপাশি বিভিন্ন জায়গায় নাকা চেকিং করে। বিনা প্রয়োজনে রাস্তায় বের হওয়ায় এদিন একাধিক ব্যক্তিকে যেমন বাড়ি পাঠিয়েছে পুলিশ ঠিক সেইরকম অকারণে মাস্ক না পড়ে রাস্তায় বের হওয়ার জন্য কয়েকজনকে আটক করেছে পুলিশ।
এদিন অবশ্য উলুবেড়িয়া ও তার আশেপাশের বিভিন্ন এলাকার দোকানপাট বাজার বন্ধ ছিল রাস্তাঘাট ছিল শুনশান। যদিও উলুবেড়িয়া হাসপাতাল মোড়ে হাসপাতালে ভর্তি রোগীদের দেখতে আসা মানুষদের জন্য কিছুটা ভিড় লক্ষ্য করা যায়। তবে শুধু বৃহস্পতিবার বা শুক্রবার নয় আগামী লকডাউনের দিনগুলিতেও পুলিশ এইভাবে সক্রিয় থাকবে বলে জানান উলুবেড়িয়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক কৌশিক কুন্ডু।
অন্যদিকে এদিন অন্যান্য লকডাউনের মত ৬ নং জাতীয় সড়ক ও ছিল প্রায় শুনশান। এদিন অন্যান্য দিনের তুলনায় যানবাহনের সংখ্যা ও ছিল অপেক্ষাকৃত কম।
তবে বৃহস্পতিবারের লকডাউনে পুলিশের ভূমিকায় খুশি সাধারণ মানুষ তাদের মতে একশ্রেণির মানুষ ইচ্ছাকৃতভাবে লকডাউন উপেক্ষা করে রাস্তায় বের হওয়ায় সংক্রমণ রোখা সম্ভব হচ্ছে না। শুধু আটক নয় এইসব মানুষদের বিরুদ্ধে কড়া আইন পদক্ষেপের দাবি জানান সাধারণ মানুষ।