জে মাহাতো, মেদিনীপুর, ৭ নভেম্বর: উচ্চ আদালতের নির্দেশ মতো মেদিনীপুর শহরের বিভিন্ন বাজারে মাইকিং করে যেকোনও ধরনের বাজি বিক্রি ও ফাটানো নিষিদ্ধ এবং আইনবিরোধী বলে জানিয়ে দিল কোতোয়ালী থানার পুলিশ। বলা হয়েছে কোনও রকম বাজি বিক্রি করলে পুলিশ তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবে। শনিবার শহরের সাহাভড়ং বাজারের কয়েকটি বাজি দোকানে অভিযান চালিয়ে পুলিশ বেশ কিছু বাজি বাজেয়াপ্ত করে। বিশাল পুলিশবাহিনী নিয়ে এই অভিযানে ছিলেন পশ্চিম মেদিনীপুরের অতিরিক্ত পুলিশ সুপার অম্লান কুসুম ঘোষ, কোতোয়ালী থানার আইসি পার্থ সারথী পাল ও টাউনবাবু।