আমাদের ভারত, হাওড়া, ৩ এপ্রিল: করোনা সংক্রমণ ঠেকাতে এবার একযোগে পথে নামল উলুবেড়িয়া পুরসভা ও উলুবেড়িয়া থানার পুলিশ প্রশাসন। শুক্রবার সকালে উলুবেড়িয়া পুরসভার পক্ষ থেকে উলুবেড়িয়া শহরে জীবানুনাশক জল স্প্রে করার পাশাপাশি পুলিশের পক্ষ থেকে এলাকায় মাইকিং করে সাধারণ মানুষকে ঘরে থাকার আহ্বান জানানো হয়। এদিন পুলিশ প্রশাসনের পক্ষ থেকে অকারণে রাস্তায় বের হলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে ঘোষণা করা হয়।
এদিকে লক ডাউনের যতদিন গড়াচ্ছে ততই মানুষ বেপরোয়া হয়ে উঠছে। শুক্রবার সেই চিত্র ধরা পড়ল উলুবেড়িয়া শহরে। এদিন সকাল থেকেই যথারীতি রাস্তায় মানুষের ভিড় লক্ষ্য করার পাশাপাশি রাস্তায় লাগামছাড়া অটো টোটো বাইকের দাপাদাপি লক্ষ্য করা গেছে। যদিও বিকেলের পর পুলিশ প্রশাসনের পক্ষ থেকে অকারণে রাস্তায় বের হলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে ঘোষণা করার পর থেকেই রাস্তা ক্রমশ খালি হতে শুরু করে।
এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন উলুবেড়িয়া পুরসভার চেয়ারম্যান অভয় দাস, ভাইস চেয়ারম্যান আব্বাস উদ্দিন খান, উলুবেড়িয়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক কৌশিক কুন্ডু প্রমুখ।