আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ২ নভেম্বর : রাজ্য বিজেপির পক্ষ থেকে নদিয়া সহ রাজ্যের বিভিন্ন জায়গায় বিজেপি কর্মী খুনের প্রতিবাদে থানা ঘেরাও কর্মসূচি নেওয়া হয়েছে সারা রাজ্যে। সেই কর্মসূচি অনুযায়ী পূর্ব মেদিনীপুরের তমলুক সাংগঠনিক জেলা বিজেপির উদ্যোগে তমলুক থানা, ময়না থানা, নন্দীগ্রাম থানা সহ একাধিক থানা ঘেরাও করে বিক্ষোভ দেখানোর কর্মসূচি নেওয়া হয়। তমলুক থানা ঘেরাও কর্মসূচির সময় পুলিশের সঙ্গে ধ্বস্তাধস্তি হয় বিজেপি কর্মীদের।
তমলুক সাংগঠনিক জেলা সভাপতি নবারুণ নায়েকের নেতৃত্বে থানা ঘেরাও কর্মসূচি চলছিল। বিজেপি কর্মীদের দাবি ছিল, তমলুক থানার সামনে তারা ঘেরাও করবে। এই সময় পুলিশের সাথে ধ্বস্তাধস্তি হয় বিজেপি কর্মী সমর্থকদের। পুলিশ বিজেপি কর্মীদের থানার সামনে থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে। এর প্রতিবাদে বিজেপি কর্মীরা তমলুক থানার সামনে রাস্তার পাশে মাঠে বসে পড়ে বিক্ষোভ দেখাতে থাকে।
বিজেপির তমলুক সাংগঠনিক জেলার সভাপতি নবারুন নায়েক জানান, বিজেপি কোনওদিন অশান্তির রাজনীতি করেন না। তমলুক থানার সামনে বিজেপি কর্মী ও নেতৃত্ব শান্তিপূর্ণ বিক্ষোভ দেখাতে গেলে পুলিশ তাদের কর্মীদের উপর অহেতুক চড়াও হয়েছে।
কাঁথি সাংগঠনিক জেলার কাঁথি, পটাশপুর, খেজুরি ও এগরা সহ বিভিন্ন থানা এলাকাতেও বিজেপি কর্মীরা থানার সামনে বিক্ষোভ দেখিয়েছে।