পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৩১ জুলাই: পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের চন্দ্রকোনারোড শান্তিনগর সর্বজনীন দুর্গোৎসবের খুঁটি পুজো সম্পন্ন হল বৃহস্পতিবার। এবছর ৭৬তম বর্ষে পদার্পণ করল এই দুর্গোৎসব। এই বছরে পুজোর বাজেট ধরা হয়েছে আনুমানিক ২০ লক্ষ টাকা।
জানা গিয়েছে দক্ষিণ ভারতের কোনো এক মন্দিরের আদলে তৈরি হবে পুজোর মণ্ডপ। পুজোর কটা দিন থাকছে মেলার আয়োজনের পাশাপাশি নানান সংস্কৃতিক অনুষ্ঠান এবং বিভিন্ন সমাজ সেবক মূলক কর্মসূচি। এদিনের খুঁটি পুজোতে উপস্থিত ছিলেন পুজো কমিটির সভাপতি সুভাষ ঘোষ, সহ-সভাপতি মনোজ দাস, সম্পাদক সুজিত সরকার, সহ-সম্পাদক জয়ন্ত সমাদ্দার। এছাড়াও উপস্থিত ছিলেন প্রবীণ সদস্য কমল সাহা, হিমাংশু সরকার, কিঙ্কর কুন্ডু, রাজেশ ঘোষ, পল্টু দাস, বাচ্চু বল্লভ সহ পুজো কমিটির অন্যান্য সদস্যরা।