জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর:সাধারণ মানুষের উপর করের বোঝা লঘু করে পেট্রোল-ডিজেলের দাম কমানো, কৃষকের ফসলের লাভজনক দাম দেওয়া এবং বিদ্যুৎ বিল বাতিল করে বিদ্যুতের দাম কমানোর দাবিতে গতকাল বিকেলে বিক্ষোভ দেখিয়েছে পশ্চিম মেদিনীপুর জেলা বামফ্রন্ট। মেদিনীপুর শহরে বামফ্রন্টের প্রতিবাদ বিক্ষোভে কেন্দ্র সরকারের ধ্বনি ভোটে পাস করানো কৃষি বিলকে কৃষক বিরোধী আখ্যা দিয়ে ওই বিলের প্রতিলিপির পাশাপাশি নরেন্দ্র মোদির কুশপুতুল পোড়ানো হয়।
পশ্চিম মেদিনীপুর জেলা বামফ্রন্ট নেতৃত্বের অভিযোগ, কৃষি বিল নিয়ে বিরোধীদের সঙ্গে কোনও রকম আলোচনা না করেই কেন্দ্রের বিজেপি সরকার সংসদে গায়ের জোরে পাশ করিয়েছে কৃষি বিল। কৃষক বিরোধী এই কৃষি বিলের বিরোধিতা সহ কয়েক দফা দাবিতে সারা রাজ্যের সঙ্গে পশ্চিম মেদিনীপুরেও একই সঙ্গে প্রতিবাদ বিক্ষোভ দেখানো হয়েছে।