আমাদের ভারত, ২৫ সেপ্টেম্বর: ‘মেক ইন ইন্ডিয়া’-র ১১ বছরে সামাজিক মাধ্যমে বার্তা দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
বৃহস্পতিবার তিনি লিখেছেন, ‘মেক ইন ইন্ডিয়া’ ভারতের উদ্যোক্তাদের উৎসাহিত করেছে, যার ফলে বিশ্বব্যাপী প্রভাব তৈরি হয়েছে। ১১ বছর আগে এই দিনে, ভারতের প্রবৃদ্ধিতে গতি যোগ করার এবং আমাদের দেশের উদ্যোক্তা সম্ভাবনাকে কাজে লাগানোর লক্ষ্যে ‘মেক ইন ইন্ডিয়া’ উদ্যোগটি চালু করা হয়েছিল।
অপর এক্সবার্তায় প্রধানমন্ত্রী লিখেছেন, “মেক ইন ইন্ডিয়া’ অর্থনৈতিক শক্তি বৃদ্ধিতে এবং আত্মনির্ভরতার ভিত্তি স্থাপনে কীভাবে অবদান রেখেছে তা দেখে আনন্দিত। এটি বিভিন্ন ক্ষেত্রে উদ্ভাবন এবং কর্মসংস্থান সৃষ্টিকে উৎসাহিত করেছে।”

