আমাদের ভারত, ৪ ডিসেম্বর: “আন্তর্জাতিক চিতা দিবসে, আমাদের গ্রহের অন্যতম অসাধারণ প্রাণী, চিতা রক্ষায় নিবেদিতপ্রাণ সকল বন্যপ্রাণী প্রেমী এবং সংরক্ষণবাদীদের আমার শুভেচ্ছা।” বৃহস্পতিবার নিজের এক্স হ্যান্ডলে এই বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
তিনি লিখেছেন, “তিন বছর আগে, আমাদের সরকার এই দুর্দান্ত প্রাণীকে রক্ষা করার এবং এটি সত্যিকার অর্থে সমৃদ্ধ হতে পারে এমন বাস্তুতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে ‘প্রকল্প চিতা’ চালু করেছিল। এটি হারানো পরিবেশগত ঐতিহ্য পুনরুদ্ধার এবং আমাদের জীববৈচিত্র্যকে শক্তিশালী করার একটি প্রচেষ্টাও ছিল।
চিতা সংরক্ষণে আমাদের অগ্রগতি কেবলমাত্র আমাদের জনগণের, বিশেষ করে আমাদের নিবেদিতপ্রাণ চিতা মিত্রদের সম্মিলিত সহায়তার মাধ্যমেই সম্ভব হয়েছে। বন্যপ্রাণী রক্ষা এবং প্রকৃতির সাথে সামঞ্জস্যপূর্ণ জীবনযাপন ভারতের সভ্যতার নীতির অবিচ্ছেদ্য অংশ এবং আমরা আজ এই প্রচেষ্টাগুলিতে সেই চেতনাকে জীবন্ত দেখতে পাচ্ছি।”

