আমাদের ভারত, ৭ সেপ্টেম্বর: “আমাদের পার্টিতে, ‘সংসদ কার্যশালা’-র মতো প্ল্যাটফর্মগুলি গুরুত্বপূর্ণ।” রবিবার একগুচ্ছ ছবি-সহ এক্সবার্তায় এ কথা লিখলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
তিনি জানিয়েছেন, “দিল্লিতে ‘সংসদ কার্যশালা’-তে যোগদান করেছি। সারা ভারত থেকে সাংসদ সহকর্মী এবং অন্যান্য সিনিয়র নেতারা বিভিন্ন বিষয়ে মূল্যবান দৃষ্টিভঙ্গি বিনিময় করেছেন। এগুলি একে অপরের কাছ থেকে শেখার এবং কীভাবে আমরা আরও ভালভাবে জনগণকে সেবা করতে পারি তা নিয়ে আলোচনা করার জন্য দুর্দান্ত ফোরাম।”