আমাদের ভারত, ৮ নভেম্বর: লালকৃষ্ণ আডবাণীর জন্মদিনে শুভেচ্ছা জানালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও শুভেচ্ছা জানিয়েছেন।
বুধবার প্রধানমন্ত্রী এক্স হ্যাণ্ডেলে লিখেছেন, “শ্রী এল কে আডবাণী জি’কে জন্মদিনের শুভেচ্ছা। তিনি সততা এবং উৎসর্গের আলোকবর্তিকা, যিনি আমাদের জাতিকে শক্তিশালী করার মত অসামান্য অবদান রেখেছেন। তাঁর দূরদর্শী নেতৃত্ব জাতীয় অগ্রগতি ও ঐক্যকে এগিয়ে নিয়ে গেছে। আমি তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি। জাতি গঠনের প্রতি তাঁর প্রচেষ্টা ১৪০ কোটি ভারতীয়কে অনুপ্রাণিত করে চলেছে।”
লালকৃষ্ণ আডবাণীর জন্মদিনে পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও শুভেচ্ছা জানিয়েছেন। বুধবার শুভেন্দুবাবু এক্স হ্যাণ্ডেলে লিখেছেন, “প্রাক্তন উপ-প্রধানমন্ত্রী এবং ভারতীয় রাজনীতির প্রতীক শ্রী এল কে আডবাণী জি’কে জন্মদিনের শুভেচ্ছা জানাই। জনসংঘের দিন থেকে আপনার ঐতিহাসিক যাত্রা সর্বদা যারা আমাদের দেশের মানুষের সেবা করার আকাঙ্খা নিয়ে জনজীবনে পা রাখেন, ভবিষ্যৎ প্রজন্মের সেই রাজনীতিবিদদের অনুপ্রাণিত করবে।”