Modi, Sri Aurobindo, শ্রী অরবিন্দকে শ্রদ্ধা প্রধানমন্ত্রী মোদীর

আমাদের ভারত, ১৫ আগস্ট: “শ্রী অরবিন্দ আমাদের দেখিয়েছেন কিভাবে দর্শন, আধ্যাত্মিকতা এবং জাতি গঠন এক উচ্চতর উদ্দেশ্য সাধনে একত্রিত হয়।” শুক্রবার শ্রী অরবিন্দর জন্মদিনে একথা লেখেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

এক্সবার্তায় প্রধানমন্ত্রী লিখেছেন, “তাঁর চিন্তাভাবনা আমাদের এমন একটি ভারত তৈরির জন্য চেষ্টা করতে অনুপ্রাণিত করে যেটায় তার পূর্ণ সম্ভাবনা রয়েছে। তাঁর জন্মবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধাঞ্জলি।

প্রসঙ্গত, শ্রীঅরবিন্দ (১৫ অগস্ট ১৮৭২ – ৫ ডিসেম্বর ১৯৫০) ছিলেন দার্শনিক, যোগী, কবি ও জাতীয়তাবাদী।সাংবাদিক হিসেবে তিনি ‘বন্দে মাতরম্‌’ সংবাদপত্র সম্পাদনা করেন। তিনি ভারতকে ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের হাত থেকে মুক্ত করার জন্য স্বাধীনতা আন্দোলনে যোগ দিয়েছিলেন। ১৯১০ সাল পর্যন্ত তিনি ছিলেন স্বাধীনতা আন্দোলনের এক প্রভাবশালী নেতা। তারপর তিনি এক আধ্যাত্মিক সংস্কারকে পরিণত হয়ে মানব-প্রগতি ও আধ্যাত্মিক বিবর্তনের ক্ষেত্রে নিজস্ব দৃষ্টিভঙ্গির কথা প্রচার করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *