আমাদের ভারত, ১৭ এপ্রিল: আজকের সময়ে তিনি বঙ্গ বিজেপির সেনাপতি। কিন্তু আদতে তো তিনি একজন শিক্ষক। তাই বাড়তি গরমের ছুটি পাওয়া ছাত্রছাত্রীদের তিনি মনে করিয়ে দিলেন গরমের ছুটি যেনো আরামের না হয়। অর্থাৎ ছুটি মানে বন্ধ নয়, পড়াশোনার কাজকে এগিয়ে নিয়ে যেতে হবে এই ছুটিতে। একই সঙ্গে গরমের কারণে রাজ্য সরকারের এই ছুটি দেওয়ার সিদ্ধান্ত নিয়েও সরব হয়েছেন তিনি। প্রশ্ন তুলেছেন কেন সরকার পঠন পাঠন চালিয়ে যাওয়ার বিকল্প পরিকল্পনা করল না? তাহলে এটা রাজ্যের আগামী প্রজন্মের ভবিষ্যত শেষ করার চক্রান্ত?
তাপপ্রবাহে নাকাল অবস্থা রাজ্যবাসীর। পড়ুয়াদের এই গরম থাকে বাঁচাতে বাড়তি ছুটি ঘোষণা করেছেন মু্খ্যমন্ত্রী। ছাত্র-ছাত্রীরা অসুস্থ হতে পারার কথা মাথায় রেখেই রবিবার কলকাতা সহ দক্ষিণ বঙ্গে স্কুল কলেজগুলিতে ছুটি ঘোষণা করেছে রাজ্য সরকার। আগামী একুশে এপ্রিল পর্যন্ত তাপপ্রবাহের পরিস্থিতি ঘোষণা করেছে হাওয়া অফিস। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী স্কুল কলেজে গরমের ছুটি এগিয়ে আনার কথা ঘোষণা করেন। রবিবার নবান্ন থেকেএই ব্যাপারে বিজ্ঞপ্তি জারি করা হয়। সোমবার থেকে মুখ্যমন্ত্রীর নির্দেশ কার্যকর হয়েছে। দক্ষিণবঙ্গের সব সরকারি স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় বন্ধ রয়েছে। বেসরকারি স্কুলগুলোকেও একই নির্দেশ দেওয়া হয়েছে। বেশিরভাগ বেসরকারি স্কুল এই নির্দেশ মেনেছে।
কিন্তু এই ছুটি দেওয়া নিয়ে সরব হয়েছে রাজ্যের প্রধান বিরোধী দল। বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারের অভিযোগ, ছুটি কোনও সমাধান নয়। ক্ষতিকারক সংস্কৃতি। ছাত্র-ছাত্রী এবং শিক্ষকদের সুকান্ত মনে করিয়ে দিয়েছেন, বাংলার আগামী প্রজন্মকে পিছিয়ে দেওয়ার চক্রান্ত সফল হতে দেবেন না। এ বিষয়ে পড়ুয়াদের জন্য অভিভাবক এবং শিক্ষকদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন সুকান্ত। তিনি বলেছেন, অভিভাবকরা নজর রাখুন রাষ্ট্রবাদী শিক্ষকরা যতটা এবং যেভাবে সম্ভব পড়ুয়াদের পাশে থাকুন। পড়ুয়াদের তিনি মনে করিয়ে দিয়েছেন, স্কুল ছুটি দিলেও যেন বাড়িতে পড়াশোনা বন্ধ না হয়। গরমে যেন পড়াশোনার রোজ ছুটি না হয়। সে ব্যাপারে সতর্ক করেছেন সুকান্ত মজুমদার। টুইটে তিনি লিখেছেন, গরমের ছুটিতে পড়াশোনা না করলে বড্ড ক্ষতি হয়ে যাবে।
গরমের ছুটি যেন আরামের না হয়! বেসরকারি স্কুলে অনলাইন বা মর্নিং ক্লাস হলে সরকার পারবে না কেন? বাংলার আগামী প্রজন্মকে পিছিয়ে দেওয়ার চক্রান্ত সফল হতে দেবেন না।
— Dr. Sukanta Majumdar (@DrSukantaBJP) April 17, 2023
নিজে তিনি বোটানির অধ্যাপক। তাই পড়ুয়াদের বাড়তি ছুটির ফলে তাদের ভবিষ্যতের ক্ষতি কথা আশঙ্কা করেই নিজের শিক্ষক সত্ত্বাকে আর আটকে রাখতে পারেননি। ছুটিতে জোরকদমে পড়াশোনা চালিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন ছাত্রছাত্রীদের।
সোমবার সকালেই পরপর দুটি টুইট করে ছাত্র-ছাত্রীদের করণীয় সম্পর্কে পরামর্শ দিয়েছেন অধ্যাপক সুকান্ত। বাংলায় পড়ুয়াদের উদ্দ্যেশ্যে তিনি লিখেছেন, “ছাত্রছাত্রীদের বলবো বাড়িতে লেখাপড়া যেনো বন্ধ না হয়। গরমের ছুটি যেনো আরামের না হয়।”
ছাত্রছাত্রীদের বলব, বাড়িতে লেখাপড়া যেন বন্ধ না হয়। অভিভাবকরা নজর রাখুন। না হলে, বড্ড ক্ষতি হয়ে যাবে। রাষ্ট্রবাদী শিক্ষকরা যতটা এবং যেভাবে সম্ভব পড়ুয়াদের পাশে থাকুন। ছুটি কোনও সমাধান নয়, ক্ষতিকারক সংস্কৃতি।
— Dr. Sukanta Majumdar (@DrSukantaBJP) April 17, 2023
একই সঙ্গে ছাত্রছাত্রীদের স্কুলে যাওয়া বন্ধ রেখে বাড়তি গরমের ছুটি দেওয়া প্রসঙ্গে রাজ্য সরকারের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলেছেন বিজেপির রাজ্য সভাপতি। একজন রাজনৈতিক বিরোধী হিসেবে তিনিও প্রশ্ন তুলেছেন, মু্খ্যমন্ত্রীর নির্দেশের পরেও বেশ কিছু বেসরকারি স্কুল সময় বদলে ভোরবেলায় ক্লাস চালানোর সিদ্ধান্ত নিয়েছে। স্কুল কলেজ বন্ধ রেখে অনলাইনে ক্লাস করানোর সিদ্ধান্ত নিয়েছে অনেক প্রতিষ্ঠান। সে প্রসঙ্গ তুলে সরকারি স্কুলের ছাত্র-ছাত্রীদের শিক্ষা নিয়ে উদ্বেগ প্রকাশ করে সুকান্ত প্রশ্ন করেছেন, যদি বেসরকারি স্কুলে অনলাইন বা মর্নিং ক্লাস হয় তাহলে, রাজ্য সরকার কেন সেটা পারবে না?

