স্নেহাশিস মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ২২ জানুয়ারি: রাজ্য সরকারের নির্দেশ নামাকে প্রাধান্য দিয়ে সারা রাজ্যের অন্যান্য জেলাগুলির পাশাপাশি এইবার নদিয়া জেলাতেও প্রতিটি বিদ্যালয় নিয়মিত শুরু হতে চলেছে একটি বিশেষ খেলার ক্লাস। আজ দুপুরে কৃষ্ণনগর জেলাশাসকের দপ্তরের মিটিং হলে এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে নির্দেশ জারি করলেন নদিয়ার জেলা শাসক বিভু গোয়েল। দু-একদিনের মধ্যেই লিখিত আকারে নির্দেশনামা পৌঁছে যাবে জেলার বিভিন্ন বিদ্যালয় কর্তৃপক্ষের কাছে বলেও এই দিনের সভা কক্ষ থেকে জানান নদিয়ার জেলা শাসক।
উল্লেখ্য, সরকারি হিসাব অনুযায়ী এই মুহূর্তে নদিয়া জেলাতে মোট ২৬৪২ টি সরকারি বিদ্যালয় রয়েছে এবং প্রায় ৩ লক্ষ ৯৮ হাজারেরও বেশি ছাত্র ছাত্রী রয়েছে। নির্দেশ অনুযায়ী প্রতিটি বিদ্যালয়ে প্রতিদিন বেলা একটার থেকে অর্থাৎ চতুর্থ ক্লাসটি বাধ্যতামূলক শারীর শিক্ষা বা খেলার ক্লাস হিসেবে পাবে এইসব বিদ্যালয়ের পঠন পাঠনকারী প্রতিটি ছাত্র-ছাত্রী। পড়াশোনার পাশাপাশি শারীরিক ভাবে ছাত্রছাত্রীদের সক্ষম করে তুলতেই রাজ্য সরকারের এই প্রয়াস বলেও এইদিন জানান নদিয়ার জেলা শাসক।