আমাদের ভারত, ৩ নভেম্বর: রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে হারিয়ে পয়েন্ট টেবিলের দু নম্বরে উঠে এল দিল্লি ক্যাপিটাল। প্রথম কোয়ালিফাইং ম্যাচে তারা মুম্বই ইন্ডিয়ানসের মুখোমুখি হবে। এদিন হেরে গিয়েও রানরেটের জেরে প্লে অফে উঠে গেল রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তাদের প্রতিদ্বন্দ্বী কে হবে সেটা মুম্বই হায়দরাবাদের ম্যাচের উপর নির্ভর করতে হবে।
এদিন শিখর ধাওয়ান ও অজিঙ্কা রাহানে দিল্লির জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়।
শেখ জাইড স্টেডিয়ামে টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় দিল্লি ক্যাপিটাল। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৫২ রান তোলে কোহলির দল। দেবদূত পাডিক্যাল ৫০ রান করেন, ডি ভিলিয়ার্স ২১ বলে ৩৫ রান করে রান আউট হয়ে যায়।বিরাট কোহলি করেন ২৯ রান। বল হাতে এদিন সফল দিল্লির নরজে। ৪ ওভারে ৩৩ রান দিয়ে ৩ উইকেট নেন তিনি। ম্যাচের সেরাও হয়েছেন তিনি।
১৯ ওভারে ৪ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় দিল্লি। শিখর ধাওয়ান (৫৪) ও অজিঙ্কা রাহানে (৬০) রান করেন। ৬ উইকেটে ম্যাচ জিতে ১৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উঠে আসে দিল্লি ক্যাপিটাল।