আমাদের ভারত, নদিয়া, ৫ অক্টোবর: নদিয়া জেলার কৃষ্ণনগরে স্টেট আর্মড পুলিশ লাইনের নয় নম্বর ব্যাটেলিয়ানের পক্ষ থেকে বৃহস্পতিবার প্লাজমা ডোনেশন ক্যাম্প করা হয়। এর আগে ন’ নম্বর ব্যাটালিয়নের পক্ষ থেকে কোভিডের সময় সাধারণভাবে রক্তদান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। কিন্তু আজকের অনুষ্ঠানের মূল উদ্দেশ্য যে সমস্ত পুলিশকর্মীরা কোভিডে আক্রান্ত হয়েছিলেন তারা তাদের রক্ত দিচ্ছেন। এই প্লাজমা দানের ফলে তাদের শরীরে যে অ্যান্টিবডি তৈরি হয়েছে যে প্লাজমা তৈরি হয়েছে সেই প্লাজমা নতুন করে আক্রান্ত কোভিড রোগীদের মধ্যে ছড়িয়ে দেওয়া। তার ফলে নতুন করে আক্রান্ত কোভিড রোগীরা কিছুটা হলেও উপকৃত হবেন।আজ মোট ২৭ জন পুলিশ কর্মী এই প্লাজমা দানে অংশগ্রহণ করেন।
যার মধ্যে দুজন মহিলা পুলিশ কর্মী।