সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ২৭ ফেব্রুয়ারি: সরকারিভাবে লাগানো ফলকে ভুল বানানকে কেন্দ্র করে সমালোচনার ঝড়-উঠেছে বাঁকুড়াজুড়ে। অবিলম্বে ভুল সংশোধন করে নতুন ফলক লাগানোর দাবি উঠেছে। গতকাল, বাঁকুড়া শহরে গন্ধেশ্বরী নদীর উপর নবনির্মিত সেতুর ভার্চুয়াল উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরজন্য সেতুর উপর একটি ফলক বসানো হয়েছে। সেই ফলকে “গন্ধেশ্বরী” জায়গায় লেখা হয়েছে গন্ধেস্বরী। ফলকে এই ভুল বানান দেখে ক্ষোভে ফেটে পড়েন বিশিষ্টজনেরা।সমালোচনার ঝড় উঠেছে।এই কাজের দায়িত্বে থাকা সরকারি কর্মীর শাস্তির দাবি তুলেছেন অনেকেই।

এপ্রসঙ্গে বাঁকুড়া জেলা প্রেস ক্লাবের সম্পাদক সন্তোষ ভট্টাচার্য উষ্মা প্রকাশ করে বলেন, রাজ্যের শিক্ষার মান কোথায় পৌঁছেছে। সরকারি ভাবে লাগানো ফলকে এরকম মারাত্মক ভুল, ভাবা যায়? অবিলম্বে এই ফলক পাল্টে সংশোধিত ফলক লাগানো দরকার। নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলনের বাঁকুড়া শাখার সম্পাদক মধুসূদন দরিপা বলেন, এটা অত্যন্ত গর্হিত ও অন্যায়। সরকারি ফলকে এরকম মারাত্মক ভুল বানান? প্রশাসনের উচিত ফলক পাল্টে নতুন ফলক লাগানো।
এ প্রসঙ্গে বাঁকুড়া সদর কেন্দ্রের বিজেপি বিধায়ক বলেন, রাজ্যে অশিক্ষিত, আনকালচার একটা সরকার চলছে, শিক্ষার মানের দিকে নজর নেই, শুধু গদি দখলের চিন্তা।
বাঁকুড়ার পুরপ্রধান অলকা সেন মজুমদার বলেন, একটা বড় কাজ করতে গেলে ভুল হতেই পারে।ভুল সংশোধন করে নতুন ফলক লাগাতে হবে।

