প্রয়াত প্রণব মুখোপাধ্যায়কে শ্রদ্ধা জানাতে ১৩টি চারাগাছ রোপণ

জে মাহাতো, আমাদের ভারত, ঝাড়গ্রাম, ২ সেপ্টেম্বর: সমাজ মাধ্যম গ্রুপের উদ্যোগে প্রয়াত প্রণব মুখোপাধ্যায়ের স্মৃতিতে অনুষ্ঠিত হল চারাগাছ রোপণ কর্মসূচি। দেশের প্রয়াত ত্রয়োদশ প্রাক্তন রাষ্ট্রপতি “ভারতরত্ন” প্রণব মুখোপাধ্যায়ের​ স্মৃতিতে চারাগাছ রোপণ হল ঝাড়গ্রাম জেলার সাঁকারাইল ব্লকের কুলটিকরীতে। মঙ্গলবার বৃষ্টিস্নাত দিনে সুবর্ণরৈখিক ভাষা ও সংস্কৃতি চর্চা‌ বিষয়ক ফেসবুক গ্রুপ “আমারকার ভাষা, আমারকার গর্ব” এর পরিচালক মণ্ডলীর উদ্যোগে এই বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের কুলটিকরীর অনতিদূরে জঙ্গলের কোলে গড়ে ওঠা মডেল বনসৃজন প্রকল্পে লাগানো হল শাল, অর্জুন, কাঁঠাল, কাজু প্রভৃতি গাছে তেরোটি গাছ। প্রণব মুখোপাধ্যায়ের জীবনের নানা ক্ষেত্রে ১৩ সংখ‍্যার গুরুত্বের কথা বিবেচনা করে ১৩টি গাছ লাগানো হয়।

ঝমঝম বৃষ্টিকে মাথায় করে গাছগুলি লাগানোর সাথে সাথে সেগুলি বাঁচিয়ে রাখার জন্য দেওয়া হয়েছে মজবুত বেড়া। এদিনের কর্মসূচিতে পরিচালকমণ্ডলী পক্ষ থেকে উপস্থিত ছিলেন শিক্ষক সুমন মণ্ডল ও কুলটিকরী বনসৃজন মডেলের প্রাণপুরুষ প্রাক্তন শিক্ষক গৌরসাধন দাস চক্রবর্তী ও অন্যান্যরা। প্রয়াত প্রণব মুখোপাধ্যায়ের স্মৃতিতে বৃক্ষরোপণের মূল পরিকল্পনাটি ছিল গ্রুপের অ্যাডমিন রেলওয়ে কর্মচারী বিশ্বজিৎ পালের। এদিন প্রয়াত রাষ্ট্রপতির স্মৃতিতে বৃক্ষরোপণের পাশাপাশি এক মিনিটের নীরবতা পালন করা হয়। আগামী দিনে এই বনসৃজন প্রকল্পের একটি প্লটে প্রনব বাবুর নামাঙ্কিত উদ্যান করার চিন্তা ভাবনা ও তাঁদের রয়েছে বলে জানান, বনসৃজন মডেল কর্তৃপক্ষ।

মেদিনীপুর থেকে ফেসবুক গ্রুপের পক্ষে মডারেটর শিক্ষক সুদীপ কুমার খাঁড়া জানান, এই চারাগাছ রোপণ কর্মসূচির মধ‍্য দিয়ে তাঁরা যেমন একাধারে প্রণব মুখোপাধ্যায়কে শ্রদ্ধা জানালেন, তেমনি পরিবেশ সচেতনতার বার্তা দেওয়ার চেষ্টা করলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *