অরণ্য সপ্তাহ উপলক্ষ্যে বাঁকুড়া লায়ন্স ক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণ ও পদযাত্রা

সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ১৫ জুলাই: লায়ন্স ক্লাব অফ বাঁকুড়ার উদ্যোগে পদযাত্রা ও বৃক্ষরোপনের মাধ্যমে পালিত হলো অরণ্য সপ্তাহ। পদযাত্রা শেষে এক অনুষ্ঠানের মাধ্যমে বাঁকুড়া পুলিশ লাইনে বৃক্ষরোপন করা হয়।

আজ সকালে আয়োজিত পদযাত্রায় বৃক্ষছেদন নয়, বৃক্ষরোপণ এবং বৃক্ষ রক্ষার আবেদন সম্বলিত পোস্টার নিয়ে পদযাত্রায় অংশ গ্ৰহণ করে ডিএভি স্কুল, বঙ্গ বিদ্যালয়, খ্রিষ্টান কলেজের এনসিসি বাহিনী ও লায়ন্স ক্লাবের সদস্যরা। পদযাত্রা শহরের বিভিন্ন এলাকা পরিক্রমা করে পুলিশ লাইনে এসে শেষ হয়। সেখানে প্রায় ৬০টি ফলের গাছ লাগানো হয়। অনুষ্ঠানে বাঁকুড়া পুলিশের আরআই সহ আধিকারিকরা উপস্থিত ছিলেন। বাঁকুড়া পুলিশ বাহিনী বৃক্ষরোপনে সহযোগিতা করেন।

পুলিশ লাইনে বৃক্ষরোপণের বাস্তবতা প্রসঙ্গে অনুষ্ঠানের সঞ্চালক লায়ন বিপ্রদাস মিদ্যা বলেন, উন্মুক্ত স্হানে ঘটা করে বৃক্ষরোপণ করা হয় ঠিকই কিন্তু দেখা যায় উপযুক্ত পরিচর্যা ও রক্ষনাবেক্ষণের অভাবে গাছগুলি অকালেই নষ্ট হয়ে যায়। সে কারণেই পুলিশ লাইনের উম্মুক্ত পরিবেশকেই বেছে নেওয়া হয়েছে।

অনুষ্ঠানে লায়ন্স ক্লাবের সভাপতি অজিত দে, সম্পাদক সেবাদিত্য পাল, কোষাধ্যক্ষ অনিমেষ চৌধুরী, কর্মসূচির চেয়ারম্যান সাধন মন্ডল উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *