আমাদের ভারত, ১৫ জানুয়ারি:
দিল্লি থেকে চলতি সপ্তাহে জঙ্গি সন্দেহে দুজনকে গ্রেফতার করেছিল পুলিশ। তাদের জেরা করে বিস্ফোরক তথ্য পাওয়া গেছে। পুলিশের তরফে জানানো হয়েছে সন্ত্রাসবাদী কার্যকলাপে যুক্ত এই দুজন প্রজাতন্ত্র দিবসের পরে দেশের দক্ষিণ পন্থী কোনও নেতাকে হত্যা করার ছক কষে ছিল।
সূত্রের খবর জঙ্গিদের নিশানায় ছিল কেন্দ্রের শাসক দলের দুই নেতা। তার জন্য প্রস্তুতিও শুরু করেছিল এই দুই জঙ্গি। ধৃতদের বিরুদ্ধে মাদকাসক্ত এক ব্যক্তিকে খুন করা ও সেই হত্যার ভিডিও পাকিস্তানে পাঠানোর অভিযোগ উঠেছে।
দিল্লি পুলিশের স্পেশাল টিমের অতিরিক্ত কমিশনার জানান, এই দু’,জন অজ্ঞাত পরিচয় এক ব্যক্তিকে খুন করে তাদের হ্যান্ডেলার বা নিয়ন্ত্রকদের বোঝাতে চেয়েছিল বড় পরিকল্পনাও তারা সফলভাবে রূপায়িত করতে সক্ষম। পুলিশ অধিকারক আরো জানান, তাদের আসল লক্ষ্য ছিল ওই রাজনৈতিক নেতাদের হত্যা করা। তার জন্য ভারতে কাজের অগ্রগতি জানিয়ে তারা হ্যান্ডেলেরদের কাছ থেকে টাকাও তুলেছিল ।
ধৃতদের একজন হলেন জগজিৎ, অপরজন নওশাদ। এরা দুজনেই আগে খুনের অপরাধে জেল খেটেছে। জগজিতের হ্যান্ডেলার কানাডা নিবাসী জঙ্গি আরশাদ ঢাললা। আর নওশাদের হ্যান্ডেলার জঙ্গি সংগঠন আই এস এর কেউ বলে অনুমান করা হচ্ছে। হলদোয়ানি জেলায় থাকাকালীন দুজনের আলাপ হয়। তারপর থেকেই দেশে নাশকতামূলক কাজে তাদের ব্যবহার করার জন্য সিদ্ধান্ত নেয় অন্যান্য জঙ্গি সংগঠন। পুলিশ জানিয়েছে, তাদের কাছ থেকে হ্যান্ড গ্রেনেড, বন্দুক উদ্ধার হয়েছে। তাদের গ্রেপ্তার করা না গেলে প্রজাতন্ত্র দিবসের পর দেশে বড় নাশকতামূলক ঘটনা ঘটতে পারতো বলে মনে করছে পুলিশ প্রশাসন।

