জমাতের নামে বদনাম করার জন্য পরিকল্পনা করা হচ্ছে, অভিযোগ সাদাব মাসুমের

নীল বনিক, আমাদের ভারত, ১১ এপ্রিল: নিজামুদ্দিনের ঘটনা নিয়ে এবার মুখ খুললেন রাজ্য জামাত ইসলামের সহসভাপতি সাদাব মাসুম। তিনি অভিযোগ করেন জমাতের নামে বদনাম করার জন্য পরিকল্পনা করা হচ্ছে। সাম্প্রদায়িক রং লাগিয়ে জামাতকে বদনাম করার একটা পরিকল্পনা শুরু হয়েছে বলে অভিযোগ করেন এই জামাত নেতা।

সাদাব মাসুম বলেন, করোনা নিয়ে সারাবিশ্ব চিন্তিত। করোনার বিরুদ্ধে যুদ্ধে দেশের ও রাজ্যের চিকিৎসকরা জীবন বাজি রেখে কাজ করছে। সেইসব চিকিৎসক ও চিকিৎসাকর্মীদের পাশে জামাত রয়েছে। আমরা চিকিৎসকদের শুভকামনার জন্য আল্লার কাছে দোয়া চাইছি। কিন্তুু রাজ্যের কয়েকজন চিকিৎসক তাদের সংগঠনকে নিয়ে সামপ্রদায়িক কথা বলছেন বলে পাল্টা অভিযোগ করেন সাদাব মাসুম। প্রসঙ্গত, নিজামুদ্দিনের ঘটনানিয়ে জামাতের নিন্দায় অনেকেই দেশজুড়ে মুখর হয়েছিলেন। কেন লকডাউন না মেনে তারা জমায়েত হয়েছিলেন তা নিয়ে অবশ্য মন্তব্য করতে রাজি হয়নি সাদাব মাসুম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *