Plane crashes, Dhaka, ঢাকায় একটি কলেজের উপর ভেঙ্গে পড়ল বিমান

আমাদের ভারত, ঢাকা, ২১ জুলাই: আহমেদাবাদের ভয়াবহ বিমান দুর্ঘটনার অনেকটা পুনরাবৃত্তি। এবার বাংলাদেশের রাজধানী ঢাকায় একটি কলেজের উপর ভেঙ্গে পড়ে একটি বিমান।

বিশেষ সূত্রে জানা গিয়েছে, আজ দুপুর ১.০৬ মিনিট নাগাদ ঢাকার উত্তরায় বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণের একটি বিমান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ওপর ভেঙ্গে পড়ে। বিমানটি বাংলাদেশি বায়ুসেনার একটি এফ ৭ যুদ্ধ বিমান। ওই কলেজ ভবনটিতে আগুন ধরে যায়৷ ফলে এই দুর্ঘটনায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে৷ উদ্ধারকাজ শুরু করে বাংলাদেশের সেনাবাহিনী৷

এই ঘটনায় একজনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কাজ শুরু হয়। ঘটনার বিস্তারিত এই লেখা পর্যন্ত পাওয়া যায়নি। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *