আমাদের ভারত, ১৬ এপ্রিল : করোনা পরিস্থিতিতে হোম ডেলিভারি কতটা নিরাপদ এবার তা নিয়ে উঠল প্রশ্ন। দিল্লির এক পিজা ডেলিভারি বয়ের শরীরে মিলল করোনা ভাইরাস। ফলে তার সংস্পর্শে আসা ৭২টি পরিবারকে কোয়ারেন্টিন করা হয়েছে। ঘটনায় তীব্র আতঙ্ক ছড়িয়েছে দিল্লিতে।
অসুস্থ হওয়ার আগে গত রবিবার দক্ষিণ দিল্লির মালভিয়া নগর, হজ খাস, সাবিত্রী নগরে ৭২টি পরিবারে সে খাবার ডেলিভারি করেছে। মালভিয়া নগরের একটি রেস্তোরাঁয় হয়ে সে খাবার ডেলিভারি করেছিলেন।
বছর উনিশের এই তরুণের শরীরে করোনা উপসর্গ দেখা দিলে তাকে আর এম এল হাসপাতালে ভর্তি করা হয়ে।
শেষ ১৫দিনে কর্মরত অবস্থায় সে যেকটি পরিবারকে পিৎজা ডেলিভারি করেছে, সেই প্রত্যেকটি পরিবারকেই কোয়ারান্টিনে রাখা হয়েছে। আক্রান্ত ওই তরুণের সংস্পর্শে আসা আরোও ২০জন ডেলিভারি বয়কেও বাড়িতে কোয়ারেন্টিনে থাকতে বলা হয়েছে।
এই ঘটনায় হোম ডেলিভারি নিয়ে করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হলো মানুষের মধ্যে। হোম ডেলিভারিতে জিনিস নেওয়া আর কতটা নিরাপদ তার নিয়েও প্রশ্ন উঠেছে।
যে রেস্তুরায় ওই যুবক কাজ করতেন সেই শাখাটি ১৪ দিনের জন্য বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। করোনার প্রটোকলের সমস্ত নিয়ম মেনে তারা যাবতীয় ব্যবস্থা নিচ্ছেন বলে জানিয়েছেন রেস্তোরাঁ কর্তৃপক্ষ।