এভারেস্ট অভিযানে সাহায্যপ্রার্থী পিয়ালি বসাক

অশোক সেনগুপ্ত, আমাদের ভারত, ১৯ মার্চ: অর্থাভাবে অনিশ্চয়তা দেখা দিয়েছে অসামরিক ভারতীয় পর্বাতোরোহী চন্দননগর নিবাসী পিয়ালি বসাকের স্বপ্ন। অর্থের জন্য আবেদন করছেন বিভিন্ন সংগঠন ও সাধারণ মানুষের কাছে।

২০২১-এর ১ অক্টোবর অক্লেশে ৮,১৬৭ মিটার উঁচু শৃঙ্গ ধৌলাগিরি জয় করে সংবাদের শিরোনামে এসেছিলেন পিয়ালি। ‘সবুজের অভিযান’ নামে এক সংগঠনের তরফে পরিবেশ ও সমাজকর্মী বিশ্বজিৎ মুখার্জি এই প্রতিবেদকে জানিয়েছেন, “ধৌলাগিরি জয় পিয়ালির এক অসাধারণ কৃতিত্ব। এই ধন্যি মেয়ে পরের গন্তব্য ‘মাউন্ট এভারেস্ট’ আগামী এপ্রিল মাসে এবং সেটা কৃত্রিম অক্সিজেন ছাড়াই। কিন্তু টাকার অভাব। এশিয়ার প্রথম কোনও অসামরিক নারী কৃত্রিম অক্সিজেন ছাড়া এই সব উচ্চতম সব শৃঙ্গ জয় করছে, একের পর এক। গণিত নিয়ে উচ্চ শিক্ষা করা পিয়ালির লক্ষ লক্ষ টাকা ঋণ ব্যাঙ্কে। কারণ এই সব অভিযানের খরচও যে পর্বত প্রমাণ-ই। দেশের বড়োলোক সব কর্পোরেটকর্তাদের ঋণ মকুব করা হয়, পিয়ালিদেরটা হয় না। তবু নারীশক্তিকে দমানো যায় কি!”

পিয়ালি বসাক এবং বিভিন্ন সংস্থার কাছে তাঁকে অর্থসাহায্য করার জন্য আবেদন করে বিশ্বজিৎবাবু লিখেছেন, “পিয়ালির মাধ্যমেই আমরা বার্তা দিতে চাই হিমালয়কে দূষণ মুক্ত করতে হবে, হিমালয়ের জঞ্জাল অপসারণ করতে হবে। এই বার্তাই বয়ে নিয়ে যাবে পিয়ালি পৃথিবীর সর্ব্বোচ্চ শিখরে। ‘সবুজের অভিযান’-এর পঁচাত্তর বছর পূর্তি উৎসব চলছে এই বছর। আমরা সিদ্ধান্ত নিয়েছি, আমাদের এই খরচ কাটছাঁট করে আমরা পিয়ালিকে অর্থ সাহায্য করব। আমাদের পরিবেশ একাডেমি, নারী ক্ষমতায়ন ও শিশু রক্ষা সমিতিও পিয়ালির পাশে থাকবে। এর সঙ্গে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের কাছে আমাদের আবেদন আপনারা সবাই পিয়ালির (৮২৪০৭২৩৮০১) পাশে দাঁড়ান।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *