জে মাহাতো, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৬ জুলাই: বৃহস্পতিবার অলিম্পিকের উদ্দেশ্যে জাপান রওনা দিলেন পিংলার কড়কাই গ্রামের ২৬ বছরের প্রণতি নায়েক। দরিদ্র কৃষক পরিবারের প্রণতি এবারের অলিম্পিক প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ পেয়েছে। তাই ১৩০ কোটি ভারতবাসীর স্বপ্ন পূরণের অঙ্গীকার নিয়ে তার এই অলিম্পিক যাত্রা। শনিবার সেখানে পৌঁছে যাবে সে।
অলিম্পিক গেমসে এবার প্রণতি সেখানে যে চারটি ইভেন্টে যোগ দেবে সেগুলি হল- ফ্লোর এক্সারসাইজ, আনইডেন বারস, ব্যালেন্স বিম ও ভল্ট। ২০১৯ সালে এশিয়ান জিমনাস্টিক প্রতিযোগিতায় ব্রোঞ্জ জিতেছিল প্রণতি। মহাদেশীয় কোটায় এবার অলিম্পিকে প্রতিযোগিতা করার ছাড়পত্র পেয়েছে সে।