জে মাহাতো, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১১ জুন: মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে সেরা দশ স্থানাধিকারীদের সংবর্ধনা দেওয়া হল।
পিংলা পঞ্চায়েত সমিতির উদ্যোগে আজ শনিবার ‘জলচক নাটেশ্বরী নেতাজি বিদ্যায়তন’ এর উচ্চমাধ্যমিকে ২২জন সেরা দশে স্থানাধিকারী মেধাবী ছাত্র ছাত্রীদের এবং মাধ্যমিকে ‘ধনেশ্বরপুর বালিকা বিদ্যালয়’ এর ছাত্রী রাজ্যের মধ্যে ষষ্ঠ স্থানাধিকারী তথা পশ্চিম মেদিনীপুর জেলার মেয়েদের মধ্যে প্রথম স্থান অর্জনকারী মেধাবী ছাত্রী শ্রেয়শী ভুঁইঞা সহ মোট ২৩ জন কীর্তিমান ও কীর্তিময়ী ছাত্র ছাত্রীদের সংবর্ধনা দেওয়া হলো।
এদিন পিংলার বিডিও কার্যালয়ে ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলার জেলাশাসক আয়েশা রানি, জেলা পুলিশ সুপার দীনেশ কুমার, খড়গপুর এসডিও দিলীপ মিশ্র, পিংলার বিধায়ক অজিত মাইতি, ডেবরা এসডিপিও বিশ্বরঞ্জন চক্রবর্তী, পঞ্চায়েত সমিতির সভাপতি বীরেন্দ্রনাথ মাইতি প্রমুখ।