আশিস মণ্ডল, রামপুরহাট, ১ সেপ্টেম্বর: ফের তারাপীঠ মন্দিরে পূন্যার্থীদের গর্ভগৃহে প্রবেশের অনুমতি মিলল। মঙ্গলবার থেকেই পূন্যার্থীরা গর্ভগৃহে ঢুকে পুজো দেওয়া শুরু করে। পূন্যার্থীদের অনুরোধেই এই সিদ্ধান্ত নিতে হয়েছে বলে মন্দির কমিটির দাবি।
মার্চ মাসে লকডাউনের ফলে তিনমাস বন্ধ ছিল তারাপীঠ মন্দির। ২৩ জুন রথযাত্রার দিন মন্দির খোলা হলেও মন্দিরের প্রবেশদ্বার পর্যন্ত পূন্যার্থীদের প্রবেশের অনুমতি ছিল। আগস্ট মাসের প্রথম দিন থেকে ফের বন্ধ হয়ে যায় মন্দির। ২৩ আগস্ট ফের মন্দির খোলা হলেও গর্ভগৃহের দরজা পর্যন্ত পূন্যার্থীদের প্রবেশের অনুমতি মেলে। মঙ্গলবার থেকে একদম গর্ভগৃহে প্রবেশের অনুমতি মেলায় খুশি পূন্যার্থীরা।
মন্দির কমিটির সেবাইত পুলোক চট্টোপাধ্যায় বলেন, “বর্তমানে ট্রেন বন্ধ। ফলে পূন্যার্থীদের মোটা টাকা খরচ করে পুজো দিতে আসতে হচ্ছে। কিন্তু মাকে স্পর্শ করে পুজো দিতে না পারায় তারা ভারাক্রান্ত হচ্ছিলেন। তাই সামাজিক বিধি মেনে মন্দিরের গর্ভগৃহে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে”।

