আমাদের ভারত, ২২ সেপ্টেম্বর: পাক অধিকৃত কাশ্মীরকে ভারতের অংশ করতে কোনো আগ্রাসনের প্রয়োজন নেই। একদিন অধিকৃত কাশ্মীর নিজে থেকেই বলবে আমি ভারতের। সোমবার মরক্কোতে গিয়ে বক্তব্য রাখার সময় এমনটাই বলেছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। পাক অধিকৃত কাশ্মীরের বর্তমান পরিস্থিতি সেই পথে এগোচ্ছে বলে বার্তাও দিয়েছেন তিনি। একই সঙ্গে হুঁশিয়ারির সুরে তিনি জানিয়েছেন, অপারেশন সিঁদুর এখনো শেষ হয়নি। পাকিস্তান বাড়াবাড়ি করলে সিঁদুরের দ্বিতীয়, তৃতীয় ধাপ ফের শুরু হতে পারে।
পাঁচ বছর আগে জম্মু ও কাশ্মীরে ভারতীয় সেনাবাহিনীর এক অনুষ্ঠানে নিজের বক্তব্যের কথা স্মরণ করিয়ে দিয়ে রাজনাথ সিং বলেন, পাঁচ বছর আগে সেনার অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় আমি বলেছিলাম, আমাদের পাক অধিকৃত কাশ্মীরে কোনো হামলা চালানোর প্রয়োজন নেই। ওটা আমাদেরই। পিওকে একদিন নিজে থেকেই বলবে আমি ভারতের অংশ।
মরক্কোতে প্রবাসী ভারতীয়দের সঙ্গে কথা বলার সময় তিনি আরো বলেন, “পিওকে-র মানুষ বর্তমান প্রশাসনের থেকে স্বাধীনতার দাবি তুলেছেন, সেই স্লোগান আপনারাও নিশ্চয়ই শুনেছেন।”
দীর্ঘদিন ধরে ইসলামাবাদের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছে পাক অধিকৃত কাশ্মীরের বাসিন্দারা। তাদের অভিযোগ, সেখানে পর্যাপ্ত খাবার নেই, জলের উৎস দখল করে শোষণ করা হচ্ছে। পাওয়া যাচ্ছে না প্রয়োজনীয় জিনিসপত্র। চড়া দামে বিভিন্ন জিনিস বিক্রি হচ্ছে। বেহাল দশা শিক্ষা ব্যবস্থার। তার ওপর অবাস্তব কর চাপানো হয়েছে, যার জেরে দুর্বিসহ হয়ে উঠেছে তাদের দৈনন্দিন জীবন। এই অবস্থায় পাক সরকারের শাসনে থাকতে তারা নারাজ।
গত বছরে অধিকৃত কাশ্মীরের বাসিন্দারা পাকিস্তানের কবল থেকে মুক্তি পেতে তীব্র আন্দোলন শুরু করে। যদিও কঠোরভাবে তাদের দমন করে পাক সরকার। সেই ইস্যুকে হাতিয়ার করেই রাজনাথে সিং- এর এই বার্তা নিশ্চিতভাবেই তাৎপর্যপূর্ণ।
তবে শুধু অধিকৃত কাশ্মীর নয়, অপারেশন সিঁদুর যে কোনদিন শুরু হতে পারে বলে বার্তা দিয়েছেন রাজনাথ সিং। তিনি বলেন, ভারত যে কোনো সময় অপারেশন সিঁদুরের দ্বিতীয় বা তৃতীয় ধাপ শুরু করতে পারে। পাকিস্তান যদি সন্ত্রাসী হামলা চালানোর বা অনুপ্রবেশকারীদের পাঠানোর সাহস দেখায়, তাহলে ভারত আবারো অপারেশন সিঁদুর শুরু করতে দ্বিধা করবে না।

