প্রতীতি ঘোষ, উওর ২৪ পরগনা, ২৭ এপ্রিল:
করোনা অতিমারির দ্বিতীয় ঢেউয়ে যখন বিধ্বস্ত গোটা রাজ্য তথা দেশ, তার ব্যতিক্রম নয় বসিরহাট মহকুমা। করোনা নিয়ে অসচেতনতার ছবি ধরা পড়ল বসিরহাটেও। বসিরহাট স্বাস্থ্য জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, বসিরহাট স্বাস্থ্য জেলায় এখনও পর্যন্ত সক্রিয় আক্রান্তের সংখ্যা ১৭৮৮, সুস্থ হয়েছেন প্রায় ৫০০ জন, যদিও করোনায় এখনও মৃত্যুর খবর নেই।
বসিরহাট স্বাস্থ্য জেলায় মোট ৪৫টি কেন্দ্র থেকে টিকাকরণ চলছে। বসিরহাট জেলা হাসপাতাল সহ মোট ১০টি ব্লকের গ্রামীণ হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্র, উপস্বাস্থ্য কেন্দ্রেও টিকাকরণ চলছে। প্রতিটি টিকাকরণ কেন্দ্র থেকে প্রতিদিন ন্যূনতম ১০০ জনকে টিকা দেওয়া হচ্ছে। সব মিলিয়ে প্রতিদিন মোট ৪৫০০ জনকে টিকা দেওয়া হচ্ছে, কোনো কোনো দিন সেই সংখ্যাটা ৫০০০ ছাড়িয়ে যাচ্ছে।
বসিরহাট স্বাস্থ্য জেলায় এখনও পর্যন্ত আগামী তিন দিন অর্থাৎ ২৯শ এপ্রিল পর্যন্ত টিকা মজুত আছে। বসিরহাট মুখ্য স্বাস্থ্য আধিকারিক দেবব্রত মুখোপাধ্যায় জানান, “আগামী কয়েকদিনের মধ্যেই ভ্যাকসিন ঢুকবে, টিকাকরণ প্রক্রিয়া চালু রাখা যাবে।”
কিন্তু বিভিন্ন টীকাকরণ কেন্দ্রে হাড় হিম করা চিত্র ধরা পড়ল। টিকাকরণ কেন্দ্রে দূরত্ববিধি শিকেয় তুলে মানুষ টিকা নিতে আসছে। ফলে টিকা নিতে গিয়েও করোনা আক্রান্ত হওয়ার সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। কিন্তু এক্ষেত্রে প্রশাসন নির্বিকার, সাধারণ মানুষের মধ্যে সচেতনতার অভাব বিপুলভাবে লক্ষ্য করা যাচ্ছে।