কত নীচে নামবেন! ২১ জুলাই- এর প্রচার ভিডিওতে দাঙ্গাকারীদের ছবি, তৃণমূলের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ সুকান্ত’র

আমাদের ভারত, ১১ জুলাই: করোনার কারণে পরপর দু’বছর প্রকাশ্যে শহিদ দিবস পালন করেননি তৃণমূল কংগ্রেস। এবার একুশে জুলাই শহিদ দিবসের সভা বিরাট আকারের পালন করার পরিকল্পনা নিয়েছে রাজ্যের শাসক দল। শহিদ সভার প্রচারে দলের তরফে প্রকাশিত হয়েছে একটি ভিডিও। এবার সেই ভিডিওকে ঘিরেই চূড়ান্ত কটাক্ষ করলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তাঁর দাবি, শহিদ দিবসের ভিডিওতে উলুবেড়িয়ার দাঙ্গাকারীদের ছবি ব্যবহার করা হয়েছে। বিজেপি রাজ্য সভাপতি দাবি করেছেন, একুশে জুলাইয়ের সঙ্গে তৃণমূলের কোনো সম্পর্ক নেই।

দু’বছর ভার্চুয়ালি শহিদ দিবস পালন করেছে তৃণমূল কংগ্রেস। কিন্তু এবার মহাসমারোহে ২১ জুলাই পালনের তোড়জোড় শুরু হয়েছে। সোশ্যাল মিডিয়ায় জোরদার প্রচার চলছে। দেয়াল লিখন ও পোস্টার প্ল্যাকার্ডে ভরে গেছে রাজ্যের আনাচে-কানাচ। ছোট বড় মেজ সব তৃণমূল নেতারাই শহিদ দিবসের কর্মসূচির প্রচারে ব্যস্তট। টার্গেট সভাস্থল কানায়-কানায় ভর্তি করা।

এবার শহিদ দিবসের সমর্থনে একটি ভিডিও তৈরি করে সোশ্যাল মিডিয়াতে প্রচার চালাচ্ছে তৃণমূল। সেই ভিডিও নিয়েই বিস্ফোরক অভিযোগ করেছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।

নিজের টুইটার হ্যান্ডেলে তৃণমূলের ওই প্রচারের ভিডিওটি পোস্ট করে সুকান্ত লিখেছেন, “শহিদ দিবসের ভিডিওতে উলুবেড়িয়ার দাঙ্গাকারীদের ছবি। কি বার্তা দিতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়?” তিনি অভিযোগ করেছেন সাম্প্রদায়িক দাঙ্গার ছবিকে তৃণমূল কংগ্রেস নিজেদের শহিদ দিবস বলে দাবি করেছেন। সুকান্ত মজুমদার লিখেছেন, “মিথ্যার আশ্রয় নিয়ে শেষ পর্যন্ত সাম্প্রদায়িক হিংসাকে একুশে জুলাই বলে চালানো হচ্ছে। আর কত নিচে নামবেন”

একই সঙ্গে বিজেপি রাজ্য সভাপতির দাবি, ২১ জুলাইয়ের সাথে তৃণমূলের কোনো সম্পর্ক নেই। তিনি লিখেছেন, “একুশে জুলাইয়ের ঘটনায় মারলো সিপিএম। মরল কংগ্রেস। শহিদ দিবস নাকি তৃণমূলের?”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *