পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৩ ফেব্রুয়ারি: সাম্প্রদায়িক সম্প্রীতির ছবি ফুটে উঠল মেদিনীপুর শহরের কেরাণীতলার সঙ্গী ক্লাবের সরস্বতী পুজোয়।
সঙ্গী ক্লাবের এই পুজো ধর্মীয় বিভেদকে দূরে সরিয়ে রেখে বিগত ১৮ বছর ধরে হিন্দু- মুসলিম দুই সম্প্রদায়ের মানুষ একসাথে হাতে হাত মিলিয়ে বিদ্যা দেবীর আরাধনায় ব্রতী হয়েছেন। এই পুজো সম্পূর্ণ হিন্দু রীতি অনুযায়ী সম্পন্ন হয়। কিন্তু সাহায্যের হাত বাড়িয়ে দেয় মুসলিম ভাইয়েরা। এই বছর সঙ্গী ক্লাবের সরস্বতী পুজো ১৯ বছরে পদার্পণ করলো।
পুজোর উদ্বোধন করেন স্থানীয় বিধায়ক সুজয় হাজরা ও সমাজসেবী সুব্রত সরকার। উপস্থিত ছিলেন ক্লাবের সভাপতি মোজাম্মেল হোসেন, সম্পাদক অশোক দেবনাথ, নারায়ণ সিং, সন্দীপ দাস সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।