আমাদের ভারত,২১ অক্টোবর: উদ্দেশ্য মহিলাদের নগ্ন ছবি ভাইরাল করা। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা ছবি থেকে মুছে ফেলা হচ্ছে পরনের চুড়িদার বা শাড়ি। কিংবা দেহ একজনের মুখ আরেকজনের। হ্যাঁ এভাবেই ডিজিটালে চলছে দেদার ফটোশপ। বোঝাই যাচ্ছে না ছবিতেই লুকিয়ে থাকা মারাত্মক জঘন্য এই কারুকার্য। এই ছবি চলে যাচ্ছে পর্নসাইটেও।
জঘন্য এই কাজে কম বয়সের মেয়েদের মুখ বেশি ব্যবহার করা হচ্ছে বলে জানিয়েছে গোয়েন্দা সংস্থা। একের পর এক নগ্ন ছবি শেয়ার হয়ে যাচ্ছে অনলাইনে। হঠাৎই একদিন সোশ্যাল মিডিয়ায় বা কোন গোপন সাইটে নিজের নগ্ন ছবি দেখে চমকে উঠেছেন। কিন্তু এর পেছনে রয়েছে বিরাট চক্র।
একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রতিবেদনে বলা হয়েছে,কৃত্রিম বুদ্ধিমত্তা এআই ব্যবহার করে সোশ্যাল মিডিয়া থেকে ছবি নেওয়া হচ্ছে। এরপর মহিলাদের জামা কাপড় ডিজিটাল মাধ্যমে মুছে ফেলা হচ্ছে। তারপর টেলিগ্রামে অনলাইনে প্রচার করা হচ্ছে। গোয়েন্দা সংস্থা জানিয়েছে যে মহিলাদের ফটো ফাঁস হচ্ছে তাদের বয়স অনেকটাই কম। ছবি থেকে মুখ নিয়ে বসিয়ে দেওয়া হচ্ছে ভিডিওতে। ফলে পর্ন ভিডিওতেও দেখা যাচ্ছে তাদের ছবি। আর বলাইবাহুল্য এই ঘটনা আরও বিপদজনক করে তুলছে মেয়েদের ভবিষ্যত।
পর্নোগ্রাফি ভিডিওর জন্য ব্যবহৃত হচ্ছে এসব ছবি।আর এইসব ছবি সাধারণত নেওয়া হচ্ছে সোশ্যাল সাইটে শেয়ার করা মহিলাদের ছবি থেকে। কয়েক মিনিটের মধ্যে পোশাক সরিয়ে দিয়ে নগ্ন ছবি তৈরি হয়ে যাচ্ছে। এরপর তা ব্যবহার করা হচ্ছে বিভিন্ন জায়গায়।