পার্থ খাঁড়া, আমাদের ভারত, মেদিনীপুর, ১৮ জানুয়ারি: আমাদের এই দেশ নানা রঙের, নানা বর্ণের, নানা ধর্মের মিলন স্থল। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মতে মানবের যে ধর্ম তাই হল মানব ধর্ম। মেদিনীপুরে তাই সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা দিয়ে বাৎসরিক পুনর্মিলন ও বনভোজন উৎসব আয়োজিত হল বুধবার। উদ্যোগে মেদিনীপুর মুসলিম কমিটি।
শীতের মরশুম চলছে। বড়দিন ও ১ জানুয়ারি অতিক্রান্ত হলেও শীতের উৎসবের আমেজ এখনও বিদ্যমান। জায়গায় জায়গায় চলছে বনভোজন। ব্যতিক্রম নয় মেদিনীপুরও। এই শীতের আবহেই এক ব্যতিক্রমী বনভোজন ও পুনর্মিলন উৎসব আয়োজিত হল মেদিনীপুর শহর সংলগ্ন ক্ষুদিরাম পার্কে। উদ্দেশ্য সাধারণ মানুষের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা দেওয়া। মেদিনীপুর মুসলিম কমিটির তরফে আয়োজিত এই বনভোজন ও পুনর্মিলন উৎসবে আমন্ত্রণ জানানো হয় বিভিন্ন সংগঠন, ক্লাব, সংখ্যালঘু উন্নয়ন মঞ্চের প্রতিনিধি, মেদিনীপুর শহরের বিশিষ্ট ব্যক্তিদের। এই পুনর্মিলন উৎসবে উপস্থিত ছিলেন মহঃ রফিক, আব্দূল ওয়াহেদ, বিশ্বেশ্বর নায়েক, অসীম বর্মন সহ অন্যান্য বিশিষ্টরা।