ত্রাণের টাকা আত্মসাৎ করে অভয়ারণ্যে তৃণমূল নেতাদের পিকনিক, অভিযোগে তালা ঝুলিয়ে বিক্ষোভ বিজেপির

আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ১৪ জুন: ত্রাণের টাকা আত্মসাৎ করে পিকনিক করার অভিযোগ উঠল তৃণমূল নেতাদের বিরুদ্ধে। এমনই অভিযোগ বিজেপির। এই পিকনিক চলাকালীন বিক্ষোভে ফেটে পড়েন অসহায় গৃহহীন গ্রামবাসী ও বিজেপি। পারমাদন অভয়ারণ্যের গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখায় বিজেপি ও এলাকার আদিবাসী সম্প্রদায়ের মানুষ। রবিবার এমনই ঘটনা ঘটেছে উত্তর ২৪ পরগণার বাগদা থানার পারমাদন অভয়ারণ্যের। পরে বাগদা থানার পুলিশ গিয়ে বিক্ষোভ তুলে দেয়।

স্থানীয় সূত্রের খবর, তৃণমূলের বাগদা পূর্ব ব্লক সভাপতি তথা উত্তর ২৪ পরগনা জেলা পরিষদ সদস্য পরিতোষ সাহার নেতৃত্বে পারমাদন অভয়ারণ্যে পিকনিক করছিল তৃণমূলের নেতা নেত্রীরা। প্রায় ১৫০ জনকে নিয়ে পিকনিক চলছিল বলে অভিযোগ। এদিন এই আরম্বর পিকনিকে দেখা গিয়েছে পঞ্চায়েত সমিতির সদস্য, জেলা পরিষদ সদস্য, পঞ্চায়েত প্রধান সহ অঞ্চল তৃণমূল সভাপতিদের। সকাল থেকে নাচ গান সহ খাসির মাংস, মদ, মস্তি চলে বলে অভিযোগ গ্রামবাসীদের।

লকডাউনের কারণে পারমাদন অভয়ারণ্য বন্ধ। তারই মধ্যে পিকনিক হওয়ায় ক্ষুব্ধ এলাকাবাসী। গ্রামবাসীদের অভিযোগ, রেশন দুর্নীতির চাল চুরি, গৃহহীন মানুষের ক্ষতিপূরণের টাকা সহ বিভিন্ন অভিযোগ জেলা পরিষদ সদস্য পরিতোষ বাবুর বিরুদ্ধে। সাধারণ মানুষের বিক্ষোভে বাগদা পঞ্চায়েত সমিতির সদস্য তথা বিজেপি বারাসাত সাংগঠনিক জেলার নেতা অমৃতলাল বিশ্বাস আসেন। ঘটনাস্থলে গেলে গ্রামবাসীদের নিয়ে গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ করেন। পরে পুলিশ গিয়ে বিক্ষোভ তুলে দেয়। বাগদার এক অংশের তৃণমূল নেতা নেত্রীরা জানান, মানুষ খেতে পাচ্ছে না। এখন এই বিলাসিতা মানায় না।

বিজেপির জেলা সহ সভাপতি দেবদাস মণ্ডল বলেন, এই সমস্ত জঘন্য ঘটনা একমাত্র তৃণমূল নেতা নেত্রীরাই করতে পারে। যেখানে লকডাউনের ফলে মানষের কাজ কর্ম বন্ধ হয়ে গিয়েছে, মানুষ দুবেলা দুমুঠো খেতে পাচ্ছে না। সেখানে তৃণমূল নেতা নেত্রীরা মদ মাংস খেয়ে মস্তি করছে। এর থেকে লজ্জার আর কি হতে পারে।

যদিও পারমাদনের যাওয়ার কথা স্বীকার করে নিয়ে জেলা পরিষদ সদস্য পরিতোষ সাহা বলেন, আমফান ঝড়ে প্রচুর গাছ নষ্ট হয়েছে, তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো পারমাদন অভয়ারণ্যে নতুন করে গাছ লাগানোর উদ্দেশ্যে গিয়েছিলাম। সেখানে কোনও পিকনিক হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *