পার্থ খাঁড়া, আমাদের ভারত, নদিয়া, ৪ আগস্ট: তারকেশ্বরে যাওয়ার পথে উল্টে গেল পূন্যার্থী বোঝাই পিকআপ ভ্যান। অল্পের জন্য প্রাণে বাঁচলেন একাধিক ভক্ত।
জানা যায়, রঘুনাথগঞ্জ থানা এলাকার জঙ্গিপুর থেকে ১৫ জনের একটি দল হুগলির তারকেশ্বরে যাচ্ছিল মহাদেবের মাথায় জল ঢালতে, কিন্তু রাস্তায় ঘটে এক ভয়াবহ দুর্ঘটনা। কৃষ্ণনগরের ১২ নম্বর জাতীয় সড়কে উল্টে যায় পিকআপ ভ্যানটি। ঘটনায় গুরুতর আহত হয় ৫ জন।
ওই গাড়িতে থাকা এক পুন্যার্থী জানায়, সকালবেলা তাদের মধ্যে কিছু ছেলে ঘুমোচ্ছিল, কিছু ছেলে জেগে ছিল, হঠাৎই গাড়িটি ডিভাইডারের উপর দিয়ে উল্টে রাস্তায় পাল্টি খায়। ঘটনায় তাদের ১৫ জনের মধ্যে পাঁচজন গুরুতর আঘাত পান। তৎক্ষণাৎ এলাকাবাসী এবং স্থানীয় প্রশাসনের তৎপরতায় তাদের শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা করিয়ে তাদের জঙ্গিপুরের উদ্দেশ্যে পাঠিয়ে দেওয়া হয়েছে।
বাকি যারা আহত হননি তারা তারকেশ্বরের উদ্দেশ্যে রওনা দেন শিবের মাথায় জল ঢালতে। যদিও এই ঘটনার পর পলাতক ওই পিকআপ ভ্যানের চালক। তবে প্রাণে বেঁচেও এখনো আতঙ্কের রেশ কাটেনি গাড়িতে থাকা পুন্যার্থীদের।