জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ১৯ আগস্ট:
বুধবার সকালে দুর্ঘটনার কবলে পড়ল একটি পিকআপ ভ্যান। এদিন সকাল সাতটা নাগাদ ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের হাতিগেড়িয়ায় ৩৪ নম্বর জাতীয় সড়কের উপর।
সূত্রের খবর, বুধবার সকালে একটি পিকআপ ভ্যান রোহিনীর থেকে হাতিগেরিয়া যাওয়ার সময় হঠাৎই গাড়ির চাকা পামচার হওয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বেহারাসাই এলাকার কাছে রাজ্য সড়কের উপর উল্টে যায় গাড়িটি। অল্পের জন্য বেঁচে যায় গাড়ির চালক এবং খালাসী। এলাকাবাসীদের সহযোগিতায় রাস্তার উপর থেকে সরানো হয় গাড়িটি।