PIB, Mamata, মাইক বন্ধ করে দেওয়ার মমতার অভিযোগের প্রকাশ্য বিরোধিতা পিআইবি-র

আমাদের ভারত, ২৭ জুলাই: দিল্লিতে রাষ্ট্রপতি ভবনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে নীতি আয়োগের যে বৈঠক চলছে, শনিবার তা থেকে ওয়াক আউট করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অভিযোগ তুলেছেন, তাঁর মাইক বন্ধ করে দেওয়া হয়েছিল। কিন্তু কেন্দ্রীয় সরকার এই অভিযোগের বিরোধিতা করে পাল্টা দাবি করেছে, নীতি আয়োগের বৈঠকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মাইক বন্ধ করার দাবির মধ্যে দিয়ে ‘বিপথে চালিত’ করা হচ্ছে। এ ব্যাপারে প্রকাশ্য বিবৃতি দিয়েছে প্রেস ইনফরমেশন ব্যুরো (পিআইবি)।

কেন্দ্রের তরফে ওই দাবির ‘সত্যতা যাচাই করে দেখে’ পিআইবি দাবি করেছে, মমতা বৈঠকে নিজের কথা বলার সময় পেয়েছিলেন। ‘সময় শেষ’ বলে ঘড়িতে দেখানো হয়েছিল।

বিরোধী মুখ্যমন্ত্রী হিসাবে একমাত্র তিনিই বৈঠকটিতে যোগ দিয়েছিলেন। কিন্তু মাঝপথে বৈঠক ছেড়ে বেরিয়ে আসেন মমতা।সংবাদমাধ্যমকে জানান, তাঁর মাইক বন্ধ করে দেওয়া হয়েছিল। তাঁকে বলতেই দেওয়া হয়নি। বলার জন্য মাত্র পাঁচ মিনিট দেওয়া হয়েছিল তাঁকে। সেই কারণেই এই বৈঠক থেকে ওয়াক আউট করেছেন তিনি।

পিআইবির তরফে এক্স হ্যান্ডলে একটি পোস্ট করা হয়। সেখানে মমতার বক্তব্যের ভিডিয়োর উপরে লিখে দেওয়া হয়েছে ‘বিভ্রান্তিকর’। ওই ভিডিয়োর সঙ্গে লেখা হয়েছে, ‘‘নীতি আয়োগের বৈঠক চলাকালীন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর মাইক বন্ধ করে দেওয়া হয়েছে বলে দাবি করা হচ্ছে। এর মধ্যে দিয়ে বিপথে চালিত করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *