আমাদের ভারত, কলকাতা, ১৫ আগস্ট: ভারতের ৭৯তম স্বাধীনতা দিবস উপলক্ষে প্রেস ইনফরমেশন ব্যুরো (পিআইবি) কলকাতা এক উজ্জ্বল ও মর্যাদাপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করে আজ। জাতীয় পতাকা উত্তোলন করেন সংস্থার সহকারি নির্দেশক শ্রীজাতা সাহা সাহু। উপস্থিত ছিলেন মিডিয়া ও সম্প্রচার আধিকারিক সিকান্দার আনসারি এবং দফতরের অন্যান্য আধিকারিক ও কর্মীরা।
জাতীয় পতাকাকে যথাযথ সম্মান দিয়ে জাতীয় সঙ্গীত পরিবেশিত হয়। উপস্থিত সকলে স্বাধীনতার গৌরবে গর্ব অনুভব করেন।
শ্রীজাতা জানান, পিআইবি ১৯৪৫ সালে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকে পিআইবি সরকারি নীতি, কর্মসূচি ও উদ্যোগ সম্পর্কে গণমাধ্যম এবং জনগণকে সঠিক তথ্য দিয়ে আসছে। এ বছরের স্বাধীনতা দিবসের মূল ভাবনা ‘নয়া ভারত’। এই ভাবনা পিআইবি কলকাতার প্রতিশ্রুতি-ই প্রকাশ করে। ভারতীয় প্রজাতন্ত্রের মূল্যবোধ এবং স্বাধীনতা, ঐক্য ও অগ্রগতির প্রতি গভীর শ্রদ্ধা এই প্রতিশ্রুতির অংশ।