সাথী প্রামানিক, পুরুলিয়া, ১৬ ডিসেম্বর: ফার্মাসিস্টদের রেজিস্ট্রেশন রিনিউয়ালের জন্য অনৈতিকভাবে ৫০০ টাকা করে নেওয়ার অভিযোগে উত্তাল হয়ে উঠল পুরুলিয়া দেবেন মাহাতো সদর হাসপাতাল চত্বর। কোনও রশিদ বা সরকারি কাগজ ছাড়াই কীভাবে এই টাকা নেওয়া হচ্ছে এ নিয়ে বিক্ষোভ দেখালেন ফার্মাসিস্টরা।
আজ থেকে আগামী তিন দিন ধরে পুরুলিয়া সদর হাসপাতালে একটি অংশে জেলা স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে ফার্মাসিস্টদের রিনিউয়ালের জন্য শিবির হয়েছে। শিবিরের কোনও সরকারি আধিকারিক বা কোনও কর্মী না থাকায় ক্ষোভ জন্মেছে ফার্মাসিস্টদের মধ্যে। পরিস্থিতি উত্তপ্ত থাকায় মোতায়েন করা হয়েছে পুলিশ।