সুশান্ত ঘোষ, বনগাঁ, ২৬ জুন: পেট্রল ও ডিজেলের বর্তমান মূল্য ব্যাপক হারে বেড়েছে আর এই মূল্য বৃদ্ধির প্রতিবাদে পেট্রল পাম্পের সমনে অবস্থান বিক্ষোভ করলেন সিপিএমের কর্মী সমর্থকরা। শুক্রবার সকাল থেকে উত্তর ২৪ পরগণার বনগাঁ থানার যশোররোড সংলগ্ন এলাকায় ক্যালট্যাকস পেট্রল পাম্পের সামনে সিপিএমের পক্ষ থেকে বিক্ষোভ কর্মসূচি করেন। এদিন সামাজিক দূরত্ব বজায় রেখে কয়েকশো সিপিএম সমর্থক যোগ দেন এই প্রতিবাদ মিছিলে। উপস্থিত ছিলেন সি আই টি ইউ নেতৃত্ব ধৃতিমান পাল, আনন্দ বিশ্বাস, অসীম ঘোষ, সুমিত কর, অশোক হালদার ও সন্তোষ মুখার্জি সহ অন্যান্য কর্মী সমর্থকরা। এদিন বিকেল পর্যন্ত চলবে পথসভা।

টানা বেশ কয়েকদিন ধরে বেড়েই চলেছে পেট্রল, ডিজেলের দাম। বনগাঁয় লিটার প্রতি পেট্রোলের দাম বর্তমানে ৮১.৫৭ টাকা, যেখানে দাম ছিল লিটার প্রতি ৭৫.০৬ টাকা। এভাবে ক্রমাগত পেট্রল, ডিজেলের দাম বৃদ্ধিতে চিন্তা বাড়ছে মধ্যবিত্তদের। এই দাম আগামী দিনে কোথায় গিয়ে পৌঁছবে সেটাই ভাবছেন সবাই। করোনা সংক্রমণ ও লকডাউনের জেরে প্রায় আড়াই মাস রাস্তাঘাটে গাড়ির যাতায়াত ছিল অনেক কম, ফলে জ্বালানি তেলের দামে খুব একটা প্রভাব পড়েনি। কিন্তু লকডাউন কিছুটা শিথিল হতেই পেট্রল, ডিজেলের উপর শুল্ক বাড়াচ্ছেন সরকার এমনটাই অভিমত বিক্ষোভকারীদের। আর সেইজন্যই এই বিক্ষোভ কর্মসূচি বলেই জানান সি আই টি ইউ নেতৃত্ব ধৃতিমান পাল।

