ব্যক্তিগত মন্তব্য,” অজিত মাইতির কুড়মি আন্দোলনের নেতাদের খালিস্থানিদের সঙ্গে তুলনায় প্রতিক্রিয়া সুজয় হাজরার

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৭ মে: পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূল কংগ্রেসের কো-অর্ডিনেটর ও পিংলার বিধায়ক অজিত মাইতির কুড়মি আন্দোলনের নেতাদের “খালিস্থানি নেতাদের” সঙ্গে তুলনা করে মন্তব্য করার প্রতিবাদ করেছে জেলা তৃণমূল কংগ্রেস।

উল্লেখ্য, গতকাল মেদিনীপুরে তৃণমূল কংগ্রেসের একটি সাধারণ সভার মঞ্চে, জেলা তৃণমূল কংগ্রেসের কো-অর্ডিনেটর বিধায়ক অজিত মাইতি কুড়মি নেতাদের সঙ্গে খালিস্থানি নেতাদের তুলনা করেছিলেন। সেই ঘটনার প্রতিবাদ জানিয়েছে কুড়মি আন্দোলনের নেতা রাজেশ মাহাতো।

অন্যদিকে, আজ সাংবাদিক বৈঠক করে মেদিনীপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি সুজয় হাজরা ঐ মন্তব্যকে অজিত মাইতির “ব্যক্তিগত মন্তব্য” বলে জানিয়েছেন। সেই সঙ্গেই দল এই মন্তব্যকে স্বীকৃতি দেয় না বলেও তিনি জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *