আমাদের ভারত, হুগলী, ১১ এপ্রিল: হুগলীর ডানকুনি পৌরসভা এলাকায় সরকারি ত্রাণ নিয়ে ব্যাপক দুর্নীতির অভিযোগ। সরকারি ত্রাণ থেকে বঞ্চিত ডানকুনি পৌরসভার ১৯ নং ওয়ার্ডের কালিপুরের মাল পাড়ার বাসিন্দারা। আজ সন্ধ্যায় এই কারনে ক্ষোভ দেখালেন তারা। আজ সন্ধ্যায় রাস্তায় নামেন তারা।
তাদের অভিযোগ, স্থানীয় পৌরমাতা জাহেদুন্নেসা ও শাসক দলের নেতাদের এই মহামারীর সময় দেখা যাচ্ছে না এবং কোনো সাহায্য পাওয়া যাচ্ছে না। উপযুক্ত রেশন পাওয়া যাচ্ছে না। পৌরমাতা, চেয়ারম্যান ও শাসক দলের নেতাদের ফোন করা হলে কেউ ফোন ধরছেন না। গত কয়েকদিনের লকডাউনে তাদের সংসারে যা ছিল তা প্রায় শেষের পর্যায়ে বলে জানান তারা। অথচ এত রকম সাহায্যের কথা বলা হলেও তা থেকে তারা বঞ্চিত। এমন সময়ে লকডাউন আরোও বেড়ে যাওয়ায় তাদের চিন্তা বেড়েছে। এই অবস্থায় একদিকে কর্মহীন অন্যদিকে খাদ্যের অভাব লকডাউন কতটা কার্যকর হবে তা নিয়ে চিন্তায় সব মহল। এদিকে ঘটনা জানতে চেয়ে স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে যোগাযোগ করা হলে তারা এব্যাপারে কোনো ও সদুত্তর দিতে পারেননি।