আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৫ আগস্ট:
জেলা সফরে বেরিয়ে হুগলি থেকে মেদিনীপুরের ঘাটালে পৌছোন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঘাটাল পৌরসভার দু’ নম্বর ওয়ার্ডের আড়গড়া চাপালে তিনি বন্যা পরিস্থিতি পরিদর্শন করেন এবং জলে দাঁড়িয়ে ঘাটাল মাস্টার প্ল্যানের অগ্রগতি কতটা হয়েছে তা সাংবাদিকদের সামনে তুলে ধরেন। বছরের পর বছর ধরে বাংলার প্রতি কেন্দ্রের বঞ্চনার কথা শোনা যায় মুখ্যমন্ত্রীর গলায়। তিনি বলেন, প্রতিবছর অপরিকল্পিত ভাবে বাংলার সরকারকে না জানিয়ে বিপুল পরিমাণ জল জলাধারগুলি থেকে ছাড়ার কারণেই এলাকার মানুষকে বন্যায় ডুবতে হচ্ছে।
মুখ্যমন্ত্রী বলেন, আগামী ২ বছরের মধ্যেই ঘাটাল মাস্টার প্ল্যানের বাস্তব রূপ দেখতে পাবে এলাকার মানুষ। তাকে তখন এই জলে দাঁড়িয়ে আর সাংবাদিকদের মুখোমুখি হতে হবে না। একই সঙ্গে তিনি সাধারণ মানুষকে বলেন, এস আই আর- এর নামে কেন্দ্র যে ভয় দেখানোর চেষ্টা করছে সেই ফাঁদে যেন কেউ না পা দেয়। ভোটার তালিকায় সকলকেই নাম তুলতে হবে। কারোর নাম রয়েছে এমন ভেবে কেউ যেন বসে না থাকে।