Dilip Ghosh, BJP, SIR, যারা এতদিন এসআইআর করতে দেব না বলে বড় বড় কথা বলেছিল মানুষ তাদের প্রত্যাখ্যান করবে: দিলীপ ঘোষ

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৮ অক্টোবর: আজ মঙ্গলবার থেকেই লাগু হচ্ছে
এসআইআর। এদিন পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুর শহরে চা চক্রে বসে একাধিক প্রসঙ্গ নিয়ে মুখ খুললেন দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন, এসআইআর লাগু হবে এই নিয়ে কোনো সন্দেহ ছিল না। যারা এখানে এতদিন এসআইআর করতে দেব না বলে বড় বড় ডায়লগ দিচ্ছিল, মানুষ তাদের প্রত্যাখ্যান করবে।

অন্যদিকে এসআইআর লাগু হতেই একদিকে বিজেপির লাড্ডুবিলি, অন্যদিকে তৃণমূলের হুমকি, এ প্রসঙ্গে তিনি বলেন, এসআইআর নিয়ে বিরাট কোনো উৎসাহ বা বিরোধিতা করা উচিত নয়। তৃণমূল দেশ বিরোধী দল। তৃণমূল আগে জিএসসির বিরোধিতা করেছে, এখন জিএসটির লাভ নিচ্ছে। কাশ্মীর নিয়ে চেঁচামেচি করে কিছু করতে পারেনি, তিন তালাক গেছে। বিরোধিতা করেও এরা লাইনে আসেনি। লাইনে আসবে, নয় বাইরে যাবে।

পাশাপাশি এসআইআর- এর আবহে বড়সড় বদলি হলো আমলাদের, সেই প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, প্রতি সমাজে আট মাসে একবার অফিসারদের চেঞ্জ করা হয়। অফিসাররাও কোনো কাজ করে না। বিহারে যারা
এসআইআর- এ গন্ডগোল করেছে তারা জেলে গেছে। পশ্চিমবঙ্গে যদি কেউ গন্ডগোল করে সে ডিএম হোক বা বিএলও, নেতাদের কথায় গন্ডগোল করলে জেলে যাবে। চাকরি যাবে।

অন্যদিকে এসআইআর নিয়ে তৃণমূলের মিথ্যাচার ফাঁস, প্রসঙ্গে তিনি বলেন, একদিকে তৃণমূল এসআইআর- এর বিরোধিতা করছে, আর অন্যদিকে নিজেরাই পাঁচ হাজার, সাড়ে পাঁচ হাজার বিএলও টু-এর নাম পাঠিয়ে দিয়েছে। মানুষকে বোকা বানাচ্ছে তৃণমূল। অবৈধ ভোটারদের বাঁচানোর চেষ্টা করছে, তবে তা সম্ভব হবে না।

বালি মাফিয়াদের বিরুদ্ধে কথা বলায় খুন হয়ে যাওয়ার আশঙ্কা প্রকাশ আরামবাগের পঞ্চায়েত সমিতির সভাপতির। এ প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, বালির বিরুদ্ধে, কয়লার বিরুদ্ধে কথা বললে খুন হয়ে যাওয়ার সম্ভাবনাই রয়েছে। সরকারের উচিত তাকে সুরক্ষা দেওয়া।

পাশাপাশি খড়্গপুরে মাত্র ৩৫ শতাংশ ম্যাপিং করা গিয়েছে। সেই বিষয়ে তিনি বলেন, খড়্গপুরের মত কিছু শহর আছে যেখানে বিভিন্ন মানুষের বসবাস। অত্যন্ত গুরুত্ব সহকারে খড়্গপুর শহরে এসআইআর করা উচিত। এখানে অনেক সময় বিদেশীরা ঢুকে থাকে। আইআইটি থেকে শুরু করে রেল, একাধিক গুরুত্বপূর্ণ সংস্থা আছে খড়্গপুরে। তাই এখানে বাড়তি নজর দেওয়া উচিত। খড়্গপুর শহরে যে কয়েকটি জায়গাতে ছট পুজোয় সাধারণ মানুষ যান সেই সমস্ত জায়গাতেও ঘুরে ঘুরে সাধারণ মানুষের সাথে কথা বলেন প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *