আমাদের ভারত, কলকাতা, ১২ অক্টোবর: কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পুনর্বহালের আবেদনে সুপ্রিম কোর্টের রায়ে প্রশ্ন উঠেছে রাজ্যের অন্য বেশ কিছু বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদের বৈধতা নিয়েও।
প্রাক্তন উপাচার্য ডঃ বাসব চৌধুরী এই প্রতিবেদককে বলেন, “লোকে আর আমাদের সম্মান করবে না।”
বাসববাবু এই প্রতিবেদককে জানান, “বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যদের নিয়ে সার্বিক ভাবে এই পরিস্থিতির খুব আশাপ্রদ চিত্র বাইরে যাবে বলে আমার মনে হয় না। এ রাজ্য ঠিকঠাক সিদ্ধান্ত নিতে পারে না। গা জোয়ারি করে, উচ্চপদে আসীন যাঁরা, তাঁরা মোটা চামড়ার মানুষ, আত্মসম্মানবোধ বড় কম, অর্থগৃধনু এমনটাই ধারণা হবে। তাই না! লোকে আর আমাদের সম্মান করবে না।”
বাসববাবুর কথায়, “অনেকে ইতিমধ্যেই বলেছে, তোমাদের রাজ্যে বিশ্ববিদ্যালয়ে নিয়োগের ক্ষেত্রে এমন গোলমাল কেন? এ সব প্রশ্নের উত্তর জানা নেই আমার। সরকার ঠিকমত উপদেশ পাচ্ছেন কিনা, অথবা ব্যক্তিস্বার্থ চরিতার্থ করবার জন্য কিছু তথাকথিত শিক্ষিত লোক সরকারকে ভুলপথে পরিচালিত করছে কিনা, এ সবও মনে হয় আমার।
যে চাকরিতে ইন্টিগ্রিটি ও হাই মৱ্যাল লাগে, সেই চাকরির এমন দুর্দশা! বাইরের রাজ্য থেকে এ রাজ্যে ছেলেমেয়েরা পড়তে আসবে এই সব জেনে? যুক্ত রাষ্ট্রীয় কাঠামোর মধ্যে রাজ্যে রাজ্যে প্রতিযোগিতার ক্ষেত্রটিতে আমরা পিছয়ে পড়ব না কি? এই সব মনে হচ্ছে! শিক্ষাক্ষেত্রে নীতিবোধের বড় অভাব ঘটে গেল। দুশ্চিন্তার বিষয় বৈ কি!”