Suvendu, BJP, Bankura, তৃণমূল দেশপ্রেমিক না দেশদ্রোহী তা মানুষ বিচার করবে, বাঁকুড়ায় কন্যা সুরক্ষা পদযাত্রায় বললেন শুভেন্দু অধিকারী

সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ১ আগস্ট: পশ্চিমবঙ্গজুড়ে ক্রমবর্ধমান নারী নির্যাতনে তৃণমূল সরকারের নিষ্ক্রিয়তার বিরুদ্ধে, বাংলার কন্যাদের সম্মান- নিরাপত্তা ও অধিকার রক্ষার দাবিতে আজ সন্ধ্যায় কন্যা সুরক্ষা পদ যাত্রার মিছিলে হাঁটলেন বিজেপি নেতা তথা বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন বাঁকুড়া হিন্দু স্কুল মাঠ থেকে মিছিল শুরু হয়ে বাঁকুড়া শহর পরিক্রমা করে তামলিবাঁধ ময়দান শেষ হয়। পথে রানীগঞ্জ মোড়ে বীর সাভারকরের মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান তিনি।

তামলীবাঁধে আয়োজিত সভায় বক্তব্য রাখতে গিয়ে শুভেন্দু অধিকারী বলেন, পশ্চিমবঙ্গ আর বাঙালিদের হাতে নেই। তাই অবিলম্বে এসআইআর চাই। তৃণমূল সরকারকে উৎখাত করতে আগে ভোটার তালিকা থেকে বাংলাদেশি মুসলমান ও রোহিঙ্গাদের তাড়াতে হবে বলে তিনি ঝাঁঝালো গলায় বলেন, তারপর ২০২৬- এ বিজেপি ক্ষমতায় এলেই বুল ডোজার দিয়ে সব উপড়ে ফেলা হবে। ভোট ব্যাঙ্কের স্বার্থে সংসদে অপারেশন সিঁদুর নিয়ে আলোচনায় কল্যাণ ব্যানার্জি বলছে, আজাদ কাশ্মীর, মহুয়া মৈত্র বলছে ভারত খারাপ, বাংলাদেশ ভালো। রাজ্যের প্রাক্তন মন্ত্রী বিধায়ক সাবিত্রী মিত্র বলছে, জঙ্গীরা ভালো ওরা মানুষ মারে না। তিনি বলেন, এরা দেশপ্রেমিক না দেশদ্রোহী তা মানুষ বিচার করবে।

কামদুনি, হাঁসখালি, সন্দেশখালি, আর জি কর, সহ সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া কয়েকটি ঘটনার প্রসঙ্গ টেনে তিনি বলেন, পশ্চিমবঙ্গের মহিলারা মমতার হাতে যে সুরক্ষিত নয় এটা পরিষ্কার। মমতাকে বেলাগাম আক্রমণ করে শুভেন্দু অধিকারী দুর্গাপুজোর অনুদান প্রসঙ্গ টেনে বলেন, আপনি সরকারি কর্মচারীদের ডিএ দিচ্ছেন না কেন? কৃষক বন্ধু প্রকল্পের টাকা আটকে রেখেছেন, রূপশ্রীর টাকা পাচ্ছেন না বিবাহ যোগ্যা মেয়েরা। বামফ্রন্ট যখন ছেড়ে গিয়েছিল তখন রাজ্যের ঋণ ছিল ১ লক্ষ ৯৮ হাজার কোটি টাকা। এখন উনি ঋণ করেছেন ৭ লক্ষ কোটি টাকা। তখন মাথাপিছু ঋণ ছিল ১৯ হাজার। আর ওনার আমলে ৭০ হাজার টাকা ঋণ নিয়ে জন্ম গ্রহণ করছে একটি শিশু। ওনাকে তাড়াবেন না বলে উপস্থিত জনতার কাছে প্রশ্ন ছুঁড়ে দেন শুভেন্দু অধিকারী।

এদিন উপস্থিত ছিলেন বিধায়ক নীলাদ্রীশেখর দানা, বাঁকুড়া সাংগঠনিক জেলার সভাপতি প্রসেনজিৎ চ্যটার্জি সহ দলীয় নেতারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *