কেন্দ্রে যাঁরা রয়েছে তারা নিরপেক্ষ সংস্থাগুলোকে নিয়ন্ত্রণের যে পদক্ষেপ নিয়েছে তার বিরুদ্ধে ভারতবর্ষের মানুষ একত্রিত হচ্ছে: চন্দ্রিমা ভট্টাচার্য

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৮ সেপ্টেম্বর: কেন্দ্রে যাঁরা বসে রয়েছে তারা নিরপেক্ষ সংস্থাগুলোকে নিয়ন্ত্রণ করার যে পদক্ষেপ নিয়েছে তার বিরুদ্ধে ভারতবর্ষের মানুষ একত্রিত হচ্ছে, নারায়ণগড়ে একথা বললেন চন্দ্রিমা ভট্টাচার্য। রবিবার নারায়ণগড় ব্লক তৃণমূল মহিলা কংগ্রেসের উদ্যোগে বিশাল মিছিল ও পথসভার আয়োজন করা হয়। এই মিছিলে অংশ নেন পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী তথা রাজ্য তৃণমূল মহিলা কংগ্রেসের সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। ছিলেন এলাকার বিধায়ক সূর্যকান্ত অট্ট ও নারায়ণগড় ব্লকের মহিলা নেত্রী সুপর্ণা জৈন, দাঁতনের বিধায়ক বিক্রম চন্দ্র প্রধান সহ অন্যান্যরা। এলাকার কয়েক হাজার তৃণমূল মহিলা কর্মী সমর্থক এই মিছিলে অংশগ্রহণ করেন।

বেলদা বাইপাস থেকে শুরু হওয়া এই মিছিল সমগ্র বেলদা বাজার পরিক্রমা করে বেলদার কেশিয়াড়ি মোড়ে এসে শেষ হয়। মিছিল শেষে একটি পথসভার আয়োজন করা হয় এদিন।

এদিন পথসভায় বক্তব্য রাখতে গিয়ে চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, ইডি সিবিআই দিয়ে আমাদের রক্তচক্ষু দেখাতে পারবেন না। আজ কেন্দ্রে যাঁরা বসে রয়েছে তারা নিরপেক্ষ সংস্থাগুলোকে নিয়ন্ত্রণ করার এই যে পদক্ষেপ নিয়েছে তার বিরুদ্ধে সারা ভারতবর্ষের মানুষ একত্রিত হচ্ছে।

জনগণের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা দেখেছেন ওরা জোর করে সরকার ভাঙতে চায়, যখন ভয় পায় তখন জোর করে সরকার ভাঙতে যায়। কারণ ওদের ভয় আছে, চব্বিশ সালের ভয়। কারণ সার্ভে বলছে ওরা আসবে না তাই তারা জায়গায় জায়গায় সরকার ভাঙতে চাইছে। এছাড়াও তিনি লক্ষ্মী ভান্ডার এবং কন্যাশ্রী সহ একাধিক রাজ্য সরকারের প্রকল্প সম্পর্কে বলতে গিয়ে বলেন, ওরা অর্থাৎ বিরোধীরা বলছে এটা খয়রাতি, তিনি প্রশ্ন করেন কিসের খয়রাতি? তোমার পিএম কোটার টাকা অডিট হবে না? জাল হবে না? শুধু পকেটে ঢোকাবে? আর মানুষের টাকা মানুষকে দিলে সেটা খয়রাতি? এটা চলবে না এটা মানুষ মেনে নেবে না। আমরা তাঁর বিরুদ্ধেই প্রতিবাদ করছি। এটা কারও পৈতৃক সম্পত্তি যে সে নিজে নিয়ে এসেছে।মোদীবাবু কি চা বিক্রি করতে করতে যেটা নিয়েছেন সেটাই বিক্রি করছেন নাকি? টাকা সেটা কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকারের যার হোক, সেটা মানুষের টাকা। সেই টাকা মানুষের কাছে পৌঁছে দেওয়ার মধ্যে কোনো খয়রাতি নেই।

এছাড়াও তিনি আবার পুনরায় ইডি সিবিআই প্রসঙ্গ টেনে এনে বলেন, কেউ যদি দোষ করে নিশ্চয়ই আপনারা শাস্তি দেবেন। তার মানে এই নয় যে আপনি নিয়ন্ত্রণ করবেন। কোনো কেন্দ্রীয় সংস্থাকে কেন আপনারা নিয়ন্ত্রণ করবেন? সেগুলো নিরপেক্ষ সংস্থা। এ ছাড়াও এদিন কেন্দ্র অর্থাৎ বিজেপি সরকার সহ বিরোধী রাজনৈতিক দলগুলোর প্রতি একাধিক মন্তব্য করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *